Dhaka 9:01 pm, Thursday, 8 May 2025

দুই গোলে বেনজেমাদের কাছে হারলো রোনালদোরা

ম্যাচ জিতিয়েছেন স্প্যানিশ জায়ান্ট ।

একটা সময়ে দু’জন একসঙ্গে কতশত ম্যাচ জিতিয়েছেন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে। সতীর্থ হিসেবে একজন আরেকজনকে দিয়ে গোল করিয়েছেন, মেতেছেন উল্লাসে। সময়ের পরিবর্তনে সেই ক্রিস্টিয়ানো রোনালদো আর করিম বেনজামা এখন খেলছেন সৌদি প্রো লীগে, একজন আল নাসরে আরেকজন আল ইত্তিহাদে। বুধবার বেনজেমার ইত্তিহাদের কাছে ৩-২ গেলে হেরেছে রোনালদোর নাসর। ঘরের মাঠে ম্যাচের শুরুতে নাসর দুই গোলে এগিয়ে গেলেও দুর্দান্ত প্রত্যাবর্তন করে ইত্তিহাদ ।

 ম্যাচের তৃতীয় মিনিটেই সাদিও মানের গোলে এগিয়ে যায় নাসর। ৩৭তম মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন আয়মান ইয়াহিয়া। আক্রমণ চলাকালীন এক পর্যায়ে মানের হাতে বল লাগলেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিতে (ভিএআর) চেক করে গোলটি বহাল রাখেন রেফারি। বিরতির পর ইত্তিহাদ ম্যাচে ফেরে প্রবলভাবে। মাঠে ফিরে মিনিট চারেকের ভেতর দুই প্রতিপক্ষের মাঝ থেকে লাফিয়ে উঠে হেডে লক্ষ্যভেদ করেন ফরাসি তারকা বেনজেমা। ৫২তম মিনিটে সমতাসূচক গোলটি করেন এনগোলো কান্তে।

যোগ করা তৃতীয় মিনিটে জয়সূচক গোলটি করেন ইত্তিহাদের আলজেরিয়ান মিডফিল্ডার হোসেম আউয়ার। এদিনের হারে ৩০ ম্যাচ শেষে ৬০ পয়েন্টে চারেই থাকলো নাসর। সমপরিমাণ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে সবার উপরে ইত্তিহাদ। কিং কাপের ফাইনালেও উঠেছে বেনজেমা-কান্তেরা। তাদের সামনে এখন দু’টি শিরোপার হাতছানি। একইসংখ্যক ম্যাচে ৬৫ ও ৬১ পয়েন্ট নিয়ে দুই ও তিনে আল হিলাল ও আল আহলি সৌদি। তবে এই হারে কিছুটা দুশ্চিন্তার ছাপ পড়েছে রোনালদো-মানেদের কপালে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

দুই গোলে বেনজেমাদের কাছে হারলো রোনালদোরা

Update Time : 12:23:11 pm, Thursday, 8 May 2025

একটা সময়ে দু’জন একসঙ্গে কতশত ম্যাচ জিতিয়েছেন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে। সতীর্থ হিসেবে একজন আরেকজনকে দিয়ে গোল করিয়েছেন, মেতেছেন উল্লাসে। সময়ের পরিবর্তনে সেই ক্রিস্টিয়ানো রোনালদো আর করিম বেনজামা এখন খেলছেন সৌদি প্রো লীগে, একজন আল নাসরে আরেকজন আল ইত্তিহাদে। বুধবার বেনজেমার ইত্তিহাদের কাছে ৩-২ গেলে হেরেছে রোনালদোর নাসর। ঘরের মাঠে ম্যাচের শুরুতে নাসর দুই গোলে এগিয়ে গেলেও দুর্দান্ত প্রত্যাবর্তন করে ইত্তিহাদ ।

 ম্যাচের তৃতীয় মিনিটেই সাদিও মানের গোলে এগিয়ে যায় নাসর। ৩৭তম মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন আয়মান ইয়াহিয়া। আক্রমণ চলাকালীন এক পর্যায়ে মানের হাতে বল লাগলেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিতে (ভিএআর) চেক করে গোলটি বহাল রাখেন রেফারি। বিরতির পর ইত্তিহাদ ম্যাচে ফেরে প্রবলভাবে। মাঠে ফিরে মিনিট চারেকের ভেতর দুই প্রতিপক্ষের মাঝ থেকে লাফিয়ে উঠে হেডে লক্ষ্যভেদ করেন ফরাসি তারকা বেনজেমা। ৫২তম মিনিটে সমতাসূচক গোলটি করেন এনগোলো কান্তে।

যোগ করা তৃতীয় মিনিটে জয়সূচক গোলটি করেন ইত্তিহাদের আলজেরিয়ান মিডফিল্ডার হোসেম আউয়ার। এদিনের হারে ৩০ ম্যাচ শেষে ৬০ পয়েন্টে চারেই থাকলো নাসর। সমপরিমাণ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে সবার উপরে ইত্তিহাদ। কিং কাপের ফাইনালেও উঠেছে বেনজেমা-কান্তেরা। তাদের সামনে এখন দু’টি শিরোপার হাতছানি। একইসংখ্যক ম্যাচে ৬৫ ও ৬১ পয়েন্ট নিয়ে দুই ও তিনে আল হিলাল ও আল আহলি সৌদি। তবে এই হারে কিছুটা দুশ্চিন্তার ছাপ পড়েছে রোনালদো-মানেদের কপালে।