
র্যাব পরিচয়ে নারায়ণগঞ্জ বন্দরে যাত্রীবাহী বাসের গতি রোধ করে দুই প্রবাসীকে তুলে নিয়ে ডাকাতির ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর ডেমরা থানার আমিনবাগ বাঁশেরপুল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির নাম আবদুল হক ওরফে স্বপন (৪৫)। তাঁকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১১–এর কোম্পানি কমান্ডার মেজর অনাবিল ইমাম।
মেজর অনাবিল ইমাম বলেন, ১৪ জানুয়ারি আবু হানিফ ও রাজীব ভূঁইয়া নামের দুজন দুবাইপ্রবাসী বন্দর থেকে একটি বাসে করে কুমিল্লায় যাচ্ছিলেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কেওডালায় পৌঁছালে একটি সাদা রঙের মাইক্রোবাসে করে ডাকাতেরা ওই বাসের গতি রোধ করে। তারা ওই দুজনকে বাস থেকে নামিয়ে মাইক্রোবাসে তোলে। তাঁদের হাত পা বেঁধে মারধর করে ২১ লাখ ৩৫ হাজার টাকা, দুটি মুঠোফোন, তিনটি পাসপোর্ট, জামাকাপড় ও অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়। এরপর ৩–৪ ঘণ্টা ঘুরিয়ে সন্ধ্যায় ঢাকার ডেমরা এলাকার একটি পরিত্যক্ত রাস্তার পাশে দুজনকে রেখে ডাকাতেরা পালিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী আবু হানিফ বাদী হয়ে বন্দর থানায় মামলা করেন। এজাহারে তিনি উল্লেখ করেন, র্যাব পরিচয় দিয়ে তাঁদের তুলে নিয়ে মারধর করে টাকা ও মালপত্র লুট করা হয়েছে।