Dhaka 10:53 am, Saturday, 24 May 2025

ভুয়া পুলিশ পরিচয়ে ছিনতাই

ভুয়া পুলিশ পরিচয়ে ছিনতাই

নওগাঁর বদলগাছীতে ভুয়া পুলিশ পরিচয়ে ছিনতাই করার সময় চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।আজ বুধবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান এ তথ্য জানান। গাজিউর রহমান জানান, গত ৩ জানুয়ারি রাত ৮টার দিকে জাবারিপুর বাজারের তিন মাথা মোড়ে ওষুধ ও বিকাশের দোকানি মো. নুর ইসলাম দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন।  পথে পুলিশ পরিচয় দিয়ে তাকে পিস্তল ঠেকিয়ে ছিনতাই করা হয়। এ সময় তার কাছে থাকা ৩৭ হাজার ৫০০ টাকা, মোবাইল ফোন ও মোটরসাইকেল ছিনতাই করে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এ ঘটনায় মো. নুর রইসলাম বাদী হয়ে বদলগাছী থানায় সেদিন রাতেই মামলা দায়ের করেন।

পুলিশ সুপার আরও জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল মঙ্গলবার দিবাগত রাতে নওগাঁ, বগুড়া, জয়পুরহাট ও গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে নওগাঁর বদলগাছী উপজেলার পলাশ কুমার পাহান (২৬), একই উপজেলার দেব্রাইল গ্রামের মো. রাজুর হোসেন (২৭), মো. ইউসুফ আলী ও শরিফুল ইসলাম ওরফে শাকিল (৩৬), বগুড়ার আদমদীঘি উপজেলার বশিপুর এলাকার শতদল কুমার বসাক (৩৯), একই উপজেলার বশিপুর সরদার পাড়ার মো. রাসেল হোসেন (৪২), গাইবান্ধা উপজেলার সাঘাটা উপজেলার রাসেদ মিয়াকে (২৬) গ্রেপ্তার করা হয়। তিনি জানান, গ্রেপ্তারদের মধ্যে পলাশ কুমার পাহান, শতদল কুমার বসাক ও মো. রাসেল হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হয়েছেন। তাদের আজ বুধবার সকালে আদালতে পাঠানো হয়। অন্যরা জবানবন্দি দিতে অস্বীকার করায় তাদের আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে বলে। গ্রেপ্তারের সময় ছিনতাইকারীদের থেকে ছিনতাই হওয়া মোটরসাইকেল, একটি ওয়াকিটকি, একটি খেলনা পিস্তল, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

ভুয়া পুলিশ পরিচয়ে ছিনতাই

Update Time : 05:39:05 pm, Wednesday, 22 January 2025

নওগাঁর বদলগাছীতে ভুয়া পুলিশ পরিচয়ে ছিনতাই করার সময় চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।আজ বুধবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান এ তথ্য জানান। গাজিউর রহমান জানান, গত ৩ জানুয়ারি রাত ৮টার দিকে জাবারিপুর বাজারের তিন মাথা মোড়ে ওষুধ ও বিকাশের দোকানি মো. নুর ইসলাম দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন।  পথে পুলিশ পরিচয় দিয়ে তাকে পিস্তল ঠেকিয়ে ছিনতাই করা হয়। এ সময় তার কাছে থাকা ৩৭ হাজার ৫০০ টাকা, মোবাইল ফোন ও মোটরসাইকেল ছিনতাই করে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এ ঘটনায় মো. নুর রইসলাম বাদী হয়ে বদলগাছী থানায় সেদিন রাতেই মামলা দায়ের করেন।

পুলিশ সুপার আরও জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল মঙ্গলবার দিবাগত রাতে নওগাঁ, বগুড়া, জয়পুরহাট ও গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে নওগাঁর বদলগাছী উপজেলার পলাশ কুমার পাহান (২৬), একই উপজেলার দেব্রাইল গ্রামের মো. রাজুর হোসেন (২৭), মো. ইউসুফ আলী ও শরিফুল ইসলাম ওরফে শাকিল (৩৬), বগুড়ার আদমদীঘি উপজেলার বশিপুর এলাকার শতদল কুমার বসাক (৩৯), একই উপজেলার বশিপুর সরদার পাড়ার মো. রাসেল হোসেন (৪২), গাইবান্ধা উপজেলার সাঘাটা উপজেলার রাসেদ মিয়াকে (২৬) গ্রেপ্তার করা হয়। তিনি জানান, গ্রেপ্তারদের মধ্যে পলাশ কুমার পাহান, শতদল কুমার বসাক ও মো. রাসেল হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হয়েছেন। তাদের আজ বুধবার সকালে আদালতে পাঠানো হয়। অন্যরা জবানবন্দি দিতে অস্বীকার করায় তাদের আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে বলে। গ্রেপ্তারের সময় ছিনতাইকারীদের থেকে ছিনতাই হওয়া মোটরসাইকেল, একটি ওয়াকিটকি, একটি খেলনা পিস্তল, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।