সাভারে চলন্ত বাসে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোন ও মূল্যবান সামগ্রী লুটের ঘটনা ঘটেছে। ঢাকা-আরিচা মহাসড়কের ডেইরি গেট এলাকায় এই ঘটনা ঘটে।
বাসটির যাত্রী লিটন মিয়া জানান, তিনি গুলিস্তান থেকে মালামাল নিয়ে শুভযাত্রা পরিবহনের একটি বাসে করে আশুলিয়ার বলিভদ্র এলাকায় যাচ্ছিলেন। সাভারের সিটি সেন্টারের সামনে থেকে কয়েকজন ব্যক্তি যাত্রী সেজে বাসে ওঠে। কিছুক্ষণ পর তারা আগ্নেয়াস্ত্র বের করে যাত্রীদের ভয় দেখিয়ে নগদ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। পরে তারা সিএন্ডবি এলাকায় নেমে পালিয়ে যায়। এ ঘটনার পর আতঙ্কিত যাত্রীরা বাসটি জাহাঙ্গীরনগর ডেইরি গেটে থামিয়ে রাখেন। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন জানান, যেহেতু ঘটনাটি সাভার এলাকায় ঘটেছে, তাই বাসটি সাভার মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা জানান, আমাদের টিম ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। দোষীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।