
সাভারের আশুলিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় ডাকাতদলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত ট্রাক ও রড উদ্ধার করা হয়েছে। আজ রবিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির।
গ্রেপ্তারকৃতরা হলো, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার চয়ড়া, বাঘাবাড়ী গ্রামের আনোয়ার হোসেন (৪৫) ও ঢাকা জেলার সাভার থানার হেমায়েতপুর জয়নাবাড়ী এলাকার মো. নূরে আলম (৪৮)।এর মধ্যে আনোয়ার হোসেন সাভারের ব্যাংকটাউন এলাকায় এবং মো. নূরে আলম হেমায়েতপুর জয়নাবাড়ী এলাকায় থেকে ডাকাতি করে আসছে।মোহাম্মদপুরে চাপাতি দিয়ে দুই তরুণকে পেটানো কিশোর আশিকসহ গ্রেপ্তার ৪।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির বলেন, ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় অভিযান চালিয়ে দুই ডাকাত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত ট্রাক ও রড উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের ডাকাতি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া ডাকাতির ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি।