
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার গ্রেফতারী পরোয়ানা ভূক্ত একাধিক মামলার আসামী কুখ্যাত ডাকাত ও দুই চোর গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার ২১ অক্টোবর ২০২৪ খ্রিঃ নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল কাদের এঁর নির্দেশে থানার এস আই মোঃ শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ১০নং গোকর্ণ ইউনিয়নের নুরপুর গ্রামের পুকুর পাড়ের গ্রেফতারী পরোয়ানা ভূক্ত একাধিক মামলার আসামী মৃত কাঁচা মিয়ার ছেলে রফিকুল ইসলাম (রফিক) কে গ্রেফতার করা হয়েছে । তাছাড়াও নাসিরনগর কলেজ মোড় এস আই মোঃ জামাল উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে কলেজ মোড় থেকে ১টি ইজিবাইক( টমটম) গাড়ীসহ ভলাকুট ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সন্তোষ মহীষনের ছেলে সাগর মহীষান(২০) এবং ভলাকুটকান্দি গ্রামের এরশাদ মিয়ার ছেলে মোঃ ইয়ামিন (২৭) কে গ্রেফতার করে নিয়মিত ধারায় মামলা রুজু করে আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।