
ফরিদপুর ভাঙ্গা পৌরসভা এলাকা থেকে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক ডাকাত মো. শাহীনকে (২৭) গ্রেপ্তার করেছে র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব) ৫ ও ১০। আজ শুক্রবার (১৪ মার্চ) র্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার বিষয়টি নিশ্চিত করেন।র্যাব জানায়, জয়পুরহাট জেলার আক্কেলপুরের ডাকাতি মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শাহীন দীর্ঘ দিন ধরে পলাতক ছিল। আজ গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুরের ভাঙ্গা পৌরসভা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে আক্কেলপুরের পূর্ব আমুট্টর মৃত আমজাদ হোসেনের ছেলে শাহীনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি এতোদিন দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।