
বান্দরবানে বিভিন্ন স্থানে ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৪টি মোটরসাইকেল, ৫টি মোবাইল ও ডাকাতিকালে ব্যবহৃত একটি পোর্টেবল ষ্টিক উদ্ধার করা হয়।
রোববার (২৬ জানুয়ারি) দুপুরে বান্দরবান পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে এক সংবাদ সম্মেলনের এসব তথ্য জানান পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার।
গ্রেফতার সদস্যরা হলেন- মো. খায়রুল আমিন প্র: গুরামনি (২১), জাহিদুল ইসলাম মানিক (২২), মো. সালাউদ্দিন (২৫), মো. দিদার (২৫), হাবিবুর রহমান প্রকাশ গুটি (২০), আনোয়ার হোসেন (২৫), আবু শরীফ (২২)। তারা সকলেই বান্দরবান জেলার লামা ও কক্সবাজার জেলার চকরিয়া এলাকার বাসিন্দা।
সংবাদ সম্মেলন পুলিশ সুপার শহিদুল্লাহ কাউছার বলেন, গত ৪ জানুয়ারি ইফসা এনজিও কর্মীকে থামিয়ে ডাকাত দলের সদস্যরা নগদ টাকা, মোবাইলসহ মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায়। সে অভিযোগে প্রক্ষিতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পৃথক জায়গা থেকে চকরিয়া লোহাগাড়াসহ আশপাশের এলাকায় মূলহোতাসহ ৭ সদস্যকে গ্রেফতার করে পুলিশ।