Dhaka 10:37 pm, Tuesday, 20 May 2025

কুখ্যাত ডাকাত পায়েল ও দুই সহযোগী গ্রেফতার

ডাকাত পায়েল ও দুই সহযোগী

নারায়ণগঞ্জের সোনারগাঁ  উপজেলায় কুখ্যাত ডাকাত পায়েল ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (১৪ এপ্রিল) বিকেল ৬টার দিকে  উপজেলার মোগরাপাড়া  ইউনিয়নের হাবিবপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—উপজেলা মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর গ্রামের আবু সাইদের ছেলে পিয়াল (৩০), পিরোজপুর ইউনিয়ন জৌনপুর এলাকার টিপুর ছেলে আরাফাত (২০), এবং পৌরসভার দৈলেরবাগ এলাকার নুরুল ইসলামের ছেলে শাওন হোসেন (২৫)। তিনজনই আন্তঃ জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে সোনারগাঁসহ নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও অস্ত্র আইনের মামলা রয়েছে।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।তিনি আরও বলেন, “তারা দীর্ঘদিন ধরে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক তৈরি করে ডাকাতি, ছিনতাই ও ভয়ভীতি প্রদর্শন করে আসছিল। গ্রেফতারের পর এলাকাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।”

এলাকাবাসীর একাংশ জানান, পায়েল ও তার সহযোগীদের গ্রেফতার করায় চক্রটির দাপট কমবে বলে আশা করা হচ্ছে। তারা পুলিশের এমন পদক্ষেপের প্রশংসা করেন এবং চক্রের বাকি সদস্যদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে বলেও নিশ্চিত করেছেন ওসি মফিজুর রহমান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

কুখ্যাত ডাকাত পায়েল ও দুই সহযোগী গ্রেফতার

Update Time : 07:19:59 pm, Tuesday, 15 April 2025

নারায়ণগঞ্জের সোনারগাঁ  উপজেলায় কুখ্যাত ডাকাত পায়েল ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (১৪ এপ্রিল) বিকেল ৬টার দিকে  উপজেলার মোগরাপাড়া  ইউনিয়নের হাবিবপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—উপজেলা মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর গ্রামের আবু সাইদের ছেলে পিয়াল (৩০), পিরোজপুর ইউনিয়ন জৌনপুর এলাকার টিপুর ছেলে আরাফাত (২০), এবং পৌরসভার দৈলেরবাগ এলাকার নুরুল ইসলামের ছেলে শাওন হোসেন (২৫)। তিনজনই আন্তঃ জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে সোনারগাঁসহ নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও অস্ত্র আইনের মামলা রয়েছে।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।তিনি আরও বলেন, “তারা দীর্ঘদিন ধরে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক তৈরি করে ডাকাতি, ছিনতাই ও ভয়ভীতি প্রদর্শন করে আসছিল। গ্রেফতারের পর এলাকাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।”

এলাকাবাসীর একাংশ জানান, পায়েল ও তার সহযোগীদের গ্রেফতার করায় চক্রটির দাপট কমবে বলে আশা করা হচ্ছে। তারা পুলিশের এমন পদক্ষেপের প্রশংসা করেন এবং চক্রের বাকি সদস্যদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে বলেও নিশ্চিত করেছেন ওসি মফিজুর রহমান।