
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বন্য হাতির আক্রমণে তিন মাস বয়সী আরমান জাওয়াদ নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (২২ মার্চ) রাত ১টার দিকে উপজেলার বড় উঠান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শাহমীরপুর জমাদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহত শিশু ওই এলাকার মোহাম্মদ ইব্রাহীমের ছেলে।এ ঘটনায় শিশুটির মা খজিমা বেগম (৩০) গুরুতর আহত হন। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
নিহত শিশুর পিতা মোহাম্মদ ইব্রাহীম বলেন, রাতে আমার ঘরে বন্য হাতি আক্রমণ করে। এতে তিন মাস বয়সী শিশু মারা গেছে। হাতির হামলায় আমার স্ত্রী গুরুত্বর আহত হয়েছে। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা বলেছে তার অবস্থা গুরুতর।
হাতির আক্রমণে তিন মাস বয়সী শিশুর মৃত্যুর প্রতিবাদে শিশুটির স্বজনসহ এলাকাবাসী নিহত শিশুটির লাশ নিয়ে শনিবার ভোর ৬টা থেকে কর্ণফুলী পিএবি সড়কটি দৌলতপুর স্কুল এলাকায় অবরোধ করে বিক্ষোভ করেছেন। হাতির আক্রমণ বন্ধের দাবিতে এলাকার লোকজন এ বিক্ষোভ কর্মসূচি পালন করছে। অবরোধের কারণে পিএবি সড়কে বন্ধ হয়ে গেছে যান চলাচল। এতে সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এমনকি ভোগান্তিতে পড়ছেন কেপিজেডের কর্মরত হাজার হাজার শ্রমিক। সকাল ১০টার দিকে নিহত শিশুর জানাজা রাস্তায় সম্পন্ন করেন বিক্ষোভকারীরা।