
ছাত্র জনতার অঙ্গিকার – নিরাপদ সড়ক হোক সবার এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল দুপুর ৩ টায় নগরীর শিববাড়ি মোড়ে( বিআরটিএ) বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি, বিভাগীয় কার্যালয়,খুলনা এর আয়োজনে সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে, সড়ক নিরাপত্তা মুলক রোড শো পালিত হয়। উক্ত রোড শো এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালক মো: জিয়াউর রহমান। তিনি বলেন, আজ জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৪।
এ উপলক্ষ্যে আজ আমরা এখানে রোড এ উপস্থিত হয়েছি।তিনি আরো বলেন, এ বছরের প্রতিপাদ্য “ছাত্র জনতার অঙ্গিকার, নিরাপদ সড়ক হোক সবার”। এ উপলক্ষ্যে আমরা সকালে দুটি র্যালী করেছি, এর পর আলোচনা সভা করেছি।এখন আমরা গাড়ি চালক,যাত্রী ও পথচারী যারা আছেন তাদেরকে সচেতন করতে এখানে এসেছি।
তারা যেন সকলে সচেতন ভাবে পথে চলে।এ সময় বক্তব্য রাখেন, কর্তব্যরত সার্জেন্ট মো: হাবিবুর রহমান তিনি বলেন, ছাত্র জনতার অঙ্গিকার নিরাপদ সড়ক হোক সবার।আমরা সকলে মিলে যদি অঙ্গিকার করি তাহলে নিরাপদ সড়কে বাংলাদেশ এগিয়ে যেতে পারবে।রোড শো এ অন্যান্যদের মধ্যে উপ পরিচালক (ডিডি) মো: আতিকুর রহমান, সহকারী পরিচালক বিভাগীয় অফিস, মো: মাইনুল ইসলাম,সহকারী পরিচালক সার্কেল অফিস, তানভীর আহম্মেদ,খুলনা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহিদ খান,শেখ আলী আকবর রাজু,লাবলু সরদার,শহিদুল হাওলাদার উপস্থিত ছিলেন।