Dhaka 5:38 pm, Saturday, 15 March 2025

নতুন বছরের প্রথম মাসেই সড়ক দুর্ঘটনা যত

জানুয়ারি মাসে দেশে ৬২১টি সড়ক দুর্ঘটনা

চলতি বছরের জানুয়ারি মাসে দেশে ৬২১টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ৬০৮ জন নিহত, কমপক্ষে ১১০০ জন আহত হয়েছেন। ২৭১টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ২৬৪ জন, যা মোট নিহতের ৪৩.৪২ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৪৩.৬৩ শতাংশ।মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এ তথ্য জানান ।

১৪৩ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ২৩.৫১ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৭৩ জন, অর্থাৎ ১২ শতাংশ। সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে নারী ৭২, শিশু ৮৪।এ ছাড়া জানুয়ারি মাসে ৪টি নৌ-দুর্ঘটনায় ৬ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। আর ২২টি রেল ট্র্যাক দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন।

মোটরসাইকেল চালক ও আরোহী ২৬৪ জন (৪৩.৪২), বাসের যাত্রী ২৮ জন (৪.৬০), ট্রাক-কাভার্ডভ্যান-পিকআপ-ট্রাক্টর-ট্রলি আরোহী ৩৪ জন (৫.৫৯), প্রাইভেটকার-মাইক্রোবাস-অ্যাম্বুলেন্স আরোহী ১৯ জন (৩.১২), থ্রি-হুইলার যাত্রী (ইজিবাইক-সিএনজি-অটোরিকশা-অটোভ্যান-লেগুনা) ৯০ জন (১৪.৮০), স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী (নসিমন-ভটভটি-মাহিন্দ্র-টমটম) ১৮ জন (২.৯৬) এবং বাইসাইকেল-রিকশা আরোহী ১২ জন (১.৯৭) নিহত হয়েছেন।

ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১৭২টি দুর্ঘটনায় ১৬১ জন নিহত হয়েছেন। বরিশাল বিভাগে সবচেয়ে কম ৩১টি দুর্ঘটনায় ৩০ জন নিহত হয়েছেন। একক জেলা হিসেবে ঢাকা জেলায় ৪২টি দুর্ঘটনায় ৩৭ জন নিহত হয়েছে। সবচেয়ে কম পঞ্চগড় জেলায়। এই জেলায় কয়েকটি দুর্ঘটনা ঘটলেও প্রাণহানি ঘটেনি। রাজধানী ঢাকায় ২৮টি সড়ক দুর্ঘটনায় ২৩ জন নিহত এবং ৩১ জন আহত হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

নতুন বছরের প্রথম মাসেই সড়ক দুর্ঘটনা যত

Update Time : 07:46:33 pm, Tuesday, 4 February 2025

চলতি বছরের জানুয়ারি মাসে দেশে ৬২১টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ৬০৮ জন নিহত, কমপক্ষে ১১০০ জন আহত হয়েছেন। ২৭১টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ২৬৪ জন, যা মোট নিহতের ৪৩.৪২ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৪৩.৬৩ শতাংশ।মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এ তথ্য জানান ।

১৪৩ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ২৩.৫১ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৭৩ জন, অর্থাৎ ১২ শতাংশ। সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে নারী ৭২, শিশু ৮৪।এ ছাড়া জানুয়ারি মাসে ৪টি নৌ-দুর্ঘটনায় ৬ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। আর ২২টি রেল ট্র্যাক দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন।

মোটরসাইকেল চালক ও আরোহী ২৬৪ জন (৪৩.৪২), বাসের যাত্রী ২৮ জন (৪.৬০), ট্রাক-কাভার্ডভ্যান-পিকআপ-ট্রাক্টর-ট্রলি আরোহী ৩৪ জন (৫.৫৯), প্রাইভেটকার-মাইক্রোবাস-অ্যাম্বুলেন্স আরোহী ১৯ জন (৩.১২), থ্রি-হুইলার যাত্রী (ইজিবাইক-সিএনজি-অটোরিকশা-অটোভ্যান-লেগুনা) ৯০ জন (১৪.৮০), স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী (নসিমন-ভটভটি-মাহিন্দ্র-টমটম) ১৮ জন (২.৯৬) এবং বাইসাইকেল-রিকশা আরোহী ১২ জন (১.৯৭) নিহত হয়েছেন।

ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১৭২টি দুর্ঘটনায় ১৬১ জন নিহত হয়েছেন। বরিশাল বিভাগে সবচেয়ে কম ৩১টি দুর্ঘটনায় ৩০ জন নিহত হয়েছেন। একক জেলা হিসেবে ঢাকা জেলায় ৪২টি দুর্ঘটনায় ৩৭ জন নিহত হয়েছে। সবচেয়ে কম পঞ্চগড় জেলায়। এই জেলায় কয়েকটি দুর্ঘটনা ঘটলেও প্রাণহানি ঘটেনি। রাজধানী ঢাকায় ২৮টি সড়ক দুর্ঘটনায় ২৩ জন নিহত এবং ৩১ জন আহত হয়েছে।