
রংপুরে ২ ঘণ্টার ব্যবধানে পৃথক সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছে। এতে ৩০ জন আহত হয়েছে। পুলিশ জানিয়েছে, অনিয়ন্ত্রিত গতি এবং ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় রংপুর- কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কের সাতমাথা চায়না সিনেমা হলের কাছে বাস, ট্রাক ও মাহিন্দ্রার ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত এবং একজন আহত হয়েছেন।
রংপুর মহানগর পুলিশের এডিসি (মিডিয়া) আশিক মাহমুদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী পাভেল এক্সপ্রেস নামের নাইট কোচ ঘটনাস্থলে প্রথমে রংপুরগামী একটি ট্রাককে ধাক্কা দেয়। পরে ট্রাকটি ধাক্কা দেয় মাহিন্দ্রাকে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনজন। এদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, কাশেম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সেলফ প্রেজেন্টেটিভ (এসআর) রমজান আলী (২৯)। তিনি কুড়িগ্রামের উলিপুরের দারারপাড় এলাকার মফিজুল হকের পুত্র। মৃত আরেকজনের নাম মোহাম্মদ শাহিন আলম সোহাগ (২৭)।
তালুকদার এন্টারপ্রাইজ রাস্তারপাশে যাত্রী নামাচ্ছিলো। এ সময় ঘন কুয়াশার কারণে রংপুরগামী রংপুর এক্সপ্রেস পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে দুটি বাসই দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যায় সাতক্ষীরার কালিগঞ্জের পশিমী মৌতলা খানাবাড়ি এলাকার মৃত সামদানি খানের পুত্র আসলাম খান (৪৫)। এতে দুটি বাসের ২০ জন যাত্রী আহত হয়েছে। আহতদের মধ্যে ৬ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।