
লক্ষ্মীপুর ভোলা মজু চৌধুরীর হাট আঞ্চলিক মহাসড়কে বালুবাহী ড্রাম ট্রাকের চাপায় ব্যাটারি চালিত অটো রিক্সার দুই যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় অটো রিক্সা চালক ও এক যাত্রীকে সদর হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সোমবার (২০ জানুয়ারী) বেলা ১১ টায় সদর উপজেলার আম্বর ফিশারিজ এর সামনে কালি চর রাস্তার মাথা সংলগ্ন মজু চৌধুরীর হাট রোডে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন টুমচর ইউনিয়নের কালিচর গ্রামের জগত বাড়ির আনোয়ার হোসেন ও স্থানীয় কৃষি সেচ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মুরাদ হোসেন। গুরুতর আহত যাত্রী আজাদ ও অটোরিকশা চালকের নাম পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
এবিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানান,অটো রিক্সাটি টুমচর কালিরচর রাস্তার মাথায় ভোলা মজু চৌধুরীর হাট আঞ্চলিক মহাসড়কে উঠার সময় মজু চৌধুরীর হাট থেকে ছেড়ে আসা বালুবাহী ড্রাম ট্রাক অটো রিক্সাকে চাপা দেয়, এতে ঘটনাস্থালে দুইজন মারা যায়, রিকশাচালক ও অন্য এক যাত্রীকে তাৎক্ষণিক উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এই অঞ্চলে প্রায় সময় এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। লক্ষীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মুন্নাফ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, ড্রাম ট্রাকটি পালিয়ে গেছে, ঘটনাস্থলে ২ জন মারা গেছে,লাশ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।