জামালপুর সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। শনিবার সকাল ৬টার দিকে জামালপুর শহরের ছোনকান্দা এলাকায় জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন— ছনকান্দা এলাকার মনসুর আকন্দের ছেলে ট্রাকচালক জুয়েল আকন্দ কালু (৩৫) ও বকশীগঞ্জ উপজেলার সীমারপাড় এলাকার শাওন ইসলাম (২৭)।পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, ছোনকান্দা এলাকায় জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পাশে ট্রাক দাঁড় করিয়ে পরিষ্কার করছিলেন চালক জুয়েল আকন্দ কালু। এ সময় জামালপুর থেকে নান্দিনাগামী দশ চাকার একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দেয়।এতে ঘটনাস্থলেই দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক জুয়েল আকন্দ কালুর মৃত্যু হয়। এ সময় ধাক্কা দেওয়া ট্রাকটির চালকসহ তিনজন আহত হন।দুর্ঘটনার পর সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। এ সময় দাঁড়িয়ে থাকা আরেকটি ট্রাকে একটি মোটরসাইকেল এসে ধাক্কা দেয়। এতে ওই মোটরসাইকেলের আরোহীও মারা যান।ঘটনাস্থলে দুর্ঘটনাকবলিত ট্রাকগুলো আটক করা হয়েছে।নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।