
ঢালাই স্পেশাল সিমেন্ট নিয়ে গবেষণা করবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। এ লক্ষ্যে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) ইউনিট ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও বুয়েটের মধ্যে একটি চুক্তি সই হয়েছে।সম্প্রতি এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, নির্মাণ শিল্পে গবেষণা, উদ্ভাবন ও উন্নত প্রযুক্তির প্রসার ঘটিয়ে টেকসই ও পরিবেশবান্ধব নির্মাণে এ গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ঢালাই স্পেশাল একটি বিশেষ সিমেন্ট, যা প্রথম ২ দিনের মধ্যে ২০ এমপিএ দৃঢ়তা অর্জন করে। উন্নত বিশ্বের মতো বাংলাদেশে এই সিমেন্ট প্রথম বাজারজাত করেছে এমজিআই। বুয়েটের রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (রাইজ) এই সিমেন্টের ব্যবহার ও কার্যকারিতা নিয়ে গবেষণা করবে।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ খোরশেদ আলম ও বুয়েটের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ শরীফুল ইসলাম সই করেন।অনুষ্ঠানে বুয়েটের ডিন অধ্যাপক ড. আব্দুল জলিল, বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জাকারিয়া আহমেদ, অধ্যাপক ড. রাকিব আহসান, অধ্যাপক ড. মোয়াজ্জেম হোসেন ও অধ্যাপক ড. তাহসীন রেজা হোসেন উপস্থিত ছিলেন।এ সময় দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা যৌথ গবেষণা ও নতুন প্রযুক্তির উন্নয়নে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন। এ চুক্তির মাধ্যমে ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ ও বুয়েটের মধ্যে কার্যকর সহযোগিতার সূচনা হলো, যা দেশের নির্মাণ শিল্পের উন্নয়নে নতুন পথ দেখাবে।