
পাবনায় পদ্মা নদীতে স্বামী স্ত্রী ঘুরতে গিয়ে নৌকাডুবিতে নিখোঁজ হওয়ার ১৬ ঘণ্টা পর তাদের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ ও স্থানীয় জেলেরা।
শুক্রবার (৪ এপ্রিল) বিকেল সাড়ে চারটার দিকে সুজানগর উপজেলা সাতবাড়ি ইউনিয়নের কাঞ্চন পার্ক নামস্থানে এই নৌকাডুবির ঘটনা ঘটে। নিখোঁজের ১৬ ঘণ্টা পর শনিবার (৫ এপ্রিল) সকাল ১০টার দিকে সাতবাড়িয়া নামক স্থানে পদ্মা নদীর মাঝ থেকে তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয় জেলে ও নৌ পুলিশ।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, তিন মাস আগে প্রেমের সম্পর্কে বিয়ে হয়। শুক্রবার তারা সাতবাড়িয়া কাঞ্চন পার্ক এলাকায় পদ্মা নদীতে নৌকায় ঘোরার সময় নৌকাটি নদীর মাঝখানে ডুবে যায়। নৌকার অন্যান্য ব্যক্তিরা সাঁতার কেটে তীরে উঠলেও তারা দুইজন নিখোঁজ হয়। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করলেও তাদেরকে পাওয়া যায়নি। নিহত হৃদয় হোসেন (২৬) সদর উপজেলা চত্রাপুর ইউনিয়নের কোল চুরি গ্রামের দুলাল প্রামাণিকের ছেলে এবং মৌ খাতুন (২২) আতাইকুলা থানার বনগ্রাম মনিরুজ্জামান মানিকের মেয়ে। পাবনা নাজিরগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই জয়ন্ত চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা শোনার পর নৌ পুলিশ এবং জেলেদের মাধ্যমে নিখোঁজ ব্যক্তিদের মরদেহ উদ্ধার করতে সক্ষম হই। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।