Dhaka 9:14 am, Thursday, 29 May 2025

আ.লীগ সরকারের করা চুক্তিতে দেশে ফিরিয়ে আনা সম্ভব শেখ হাসিনাকে: দুদক চেয়ারম্যান

আওয়ামী লীগ সরকারের সময়ে ভারতের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির মাধ্যমেই দেশত্যাগী শেখ হাসিনাকে ফেরত আনা সম্ভব বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন।

বুধবার (১৪ মে) গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। তিনি জানান, “ভারতের সঙ্গে করা পূর্ববর্তী এক্সট্রাডিশন চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।”

এ সময় তিনি আরও জানান, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়েছেন। তাকে দেশে ফেরাতে ইন্টারপোলের সহযোগিতা নেওয়া হবে বলেও জানান তিনি।

দুদক চেয়ারম্যান বলেন, “দুর্নীতির অভিযোগে অভিযুক্তদের আইনের আওতায় আনতেই দুদক কাজ করছে। আন্তর্জাতিক সহযোগিতা ও চুক্তির ভিত্তিতে এই প্রক্রিয়া আরও এগিয়ে নেওয়া হবে।”

উল্লেখ্য, গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়েন এবং এরপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

আ.লীগ সরকারের করা চুক্তিতে দেশে ফিরিয়ে আনা সম্ভব শেখ হাসিনাকে: দুদক চেয়ারম্যান

Update Time : 07:57:38 pm, Wednesday, 14 May 2025

আওয়ামী লীগ সরকারের সময়ে ভারতের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির মাধ্যমেই দেশত্যাগী শেখ হাসিনাকে ফেরত আনা সম্ভব বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন।

বুধবার (১৪ মে) গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। তিনি জানান, “ভারতের সঙ্গে করা পূর্ববর্তী এক্সট্রাডিশন চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।”

এ সময় তিনি আরও জানান, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়েছেন। তাকে দেশে ফেরাতে ইন্টারপোলের সহযোগিতা নেওয়া হবে বলেও জানান তিনি।

দুদক চেয়ারম্যান বলেন, “দুর্নীতির অভিযোগে অভিযুক্তদের আইনের আওতায় আনতেই দুদক কাজ করছে। আন্তর্জাতিক সহযোগিতা ও চুক্তির ভিত্তিতে এই প্রক্রিয়া আরও এগিয়ে নেওয়া হবে।”

উল্লেখ্য, গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়েন এবং এরপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন।