Dhaka 10:43 pm, Sunday, 23 March 2025

বিটিভি, বেতার ও বাসসকে একীভূত করার সুপারিশ

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গণমাধ্যম সংস্কার কমিশনের সঙ্গে ড. মুহাম্মদ ইউনূস

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) একীভূত করে একটি প্রতিষ্ঠান করার সুপারিশ করেছে গণমাধ্যম সংস্কার কমিশন। এই প্রতিষ্ঠানের নাম হতে পারে ‘বাংলাদেশ সম্প্রচার সংস্থা বা জাতীয় সম্প্রচার সংস্থা’। এই প্রতিষ্ঠানের বার্তা বিভাগ হিসেবে বাসসকে একীভূত করতে বলেছে কমিশন। এ ক্ষেত্রে এই প্রতিষ্ঠানে তিনটি বিভাগ থাকবে। এগুলো হলো টেলিভিশন, বেতার ও বার্তা বিভাগ।শনিবার (২২ মার্চ) দুপুরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে এ সংক্রান্ত একটি প্রতিবেদন জমা দিয়েছে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদ। প্রতিবেদনে এ সুপারিশ করেন কমিশন।গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ সাংবাদিকদে বলেছেন, গণমাধ্যমের পরিস্থিতি এক ধরনের সংকটের মধ্যে রয়েছে। সংবাদপত্র ও সাংবাদিকদের স্বাধীনতা সংকটের মধ্যে পড়ে গেছে। এই পরিস্থিতি একদিনে সৃষ্টি হয়নি, দীর্ঘদিনের চর্চার ফলে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তারা (সংস্কার কমিশনের সদস্যরা) গণমাধ্যম, সাংবাদিক ও সাংবাদিকতার সমস্যা চিহ্নিত করে, সেই অনুযায়ী সুপারিশ করার চেষ্টা করেছেন।

গণমাধ্যমের মালিকানা বড় সমস্যা বলে তিনি উল্লেখ এ কমিশনের প্রধান বলেন, গণমাধ্যমে কালোটাকার মালিকেরা ঢুকছে। জনস্বার্থ না দেখে রাজনৈতিক বিবেচনায় টেলিভিশনের লাইসেন্স দেওয়া হয়েছে। তারা সুপারিশে ক্রস মালিকানার বিপক্ষে মত দিয়েছেন। কেউ একাধিক মাধ্যমের মালিকানা থাকতে পারবেন না। বড় ও মধ্যম শ্রেণির গণমাধ্যমকে পাবলিক লিমিটেড কোম্পানি করার সুপারিশ করা হয়েছে।কামাল আহমেদ জানান, তারা সাংবাদিকদের ন্যূনতম বেতন স্কেল বিদ্যমান সরকারি প্রথম শ্রেণির (নবম গ্রেড) করার সুপারিশ করেছে। এক বছর শিক্ষানবিশ কাল করার কথা বলেছেন।

কামাল আহমেদ বলেন, ডিএফবিতে দেওয়া ঘোষণা অনুযায়ী ঢাকা শহরে এক কোটি ৫১ লাখ কপি দৈনিক পত্রিকা বিক্রি হওয়ার কথা। কিন্তু বাস্তবে এই সংখ্যা ১০ লাখের বেশি নয়। এখানে এক কোটি ১৪ লাখ জালিয়াতি। এটা হচ্ছে সরকারি বিজ্ঞাপনের জন্য।

সাংবাদিকতায় প্রবেশের ন্যূনতম যোগ্যতা স্নাতক করার সুপারিশ করা হয়েছে। সেই সঙ্গে অনেকগুলো সুপারিশ সরকারের নির্বাহী আদেশে বাস্তবায়নযোগ্য বলে জানান কমিশন প্রধান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট সংবাদ
বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

বিটিভি, বেতার ও বাসসকে একীভূত করার সুপারিশ

Update Time : 11:08:49 pm, Saturday, 22 March 2025

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) একীভূত করে একটি প্রতিষ্ঠান করার সুপারিশ করেছে গণমাধ্যম সংস্কার কমিশন। এই প্রতিষ্ঠানের নাম হতে পারে ‘বাংলাদেশ সম্প্রচার সংস্থা বা জাতীয় সম্প্রচার সংস্থা’। এই প্রতিষ্ঠানের বার্তা বিভাগ হিসেবে বাসসকে একীভূত করতে বলেছে কমিশন। এ ক্ষেত্রে এই প্রতিষ্ঠানে তিনটি বিভাগ থাকবে। এগুলো হলো টেলিভিশন, বেতার ও বার্তা বিভাগ।শনিবার (২২ মার্চ) দুপুরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে এ সংক্রান্ত একটি প্রতিবেদন জমা দিয়েছে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদ। প্রতিবেদনে এ সুপারিশ করেন কমিশন।গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ সাংবাদিকদে বলেছেন, গণমাধ্যমের পরিস্থিতি এক ধরনের সংকটের মধ্যে রয়েছে। সংবাদপত্র ও সাংবাদিকদের স্বাধীনতা সংকটের মধ্যে পড়ে গেছে। এই পরিস্থিতি একদিনে সৃষ্টি হয়নি, দীর্ঘদিনের চর্চার ফলে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তারা (সংস্কার কমিশনের সদস্যরা) গণমাধ্যম, সাংবাদিক ও সাংবাদিকতার সমস্যা চিহ্নিত করে, সেই অনুযায়ী সুপারিশ করার চেষ্টা করেছেন।

গণমাধ্যমের মালিকানা বড় সমস্যা বলে তিনি উল্লেখ এ কমিশনের প্রধান বলেন, গণমাধ্যমে কালোটাকার মালিকেরা ঢুকছে। জনস্বার্থ না দেখে রাজনৈতিক বিবেচনায় টেলিভিশনের লাইসেন্স দেওয়া হয়েছে। তারা সুপারিশে ক্রস মালিকানার বিপক্ষে মত দিয়েছেন। কেউ একাধিক মাধ্যমের মালিকানা থাকতে পারবেন না। বড় ও মধ্যম শ্রেণির গণমাধ্যমকে পাবলিক লিমিটেড কোম্পানি করার সুপারিশ করা হয়েছে।কামাল আহমেদ জানান, তারা সাংবাদিকদের ন্যূনতম বেতন স্কেল বিদ্যমান সরকারি প্রথম শ্রেণির (নবম গ্রেড) করার সুপারিশ করেছে। এক বছর শিক্ষানবিশ কাল করার কথা বলেছেন।

কামাল আহমেদ বলেন, ডিএফবিতে দেওয়া ঘোষণা অনুযায়ী ঢাকা শহরে এক কোটি ৫১ লাখ কপি দৈনিক পত্রিকা বিক্রি হওয়ার কথা। কিন্তু বাস্তবে এই সংখ্যা ১০ লাখের বেশি নয়। এখানে এক কোটি ১৪ লাখ জালিয়াতি। এটা হচ্ছে সরকারি বিজ্ঞাপনের জন্য।

সাংবাদিকতায় প্রবেশের ন্যূনতম যোগ্যতা স্নাতক করার সুপারিশ করা হয়েছে। সেই সঙ্গে অনেকগুলো সুপারিশ সরকারের নির্বাহী আদেশে বাস্তবায়নযোগ্য বলে জানান কমিশন প্রধান।