
রিয়াল ভায়াদোলিদের জালে তৃতীয় গোলটি করার পর ক্রিস্টিয়ানো রোনালদোর সুপরিচিত উদযাপনটি করলেন কিলিয়ান এমবাপ্পে। ফরাসি তারকা মাটির দিকে আঙুল তাক করে যেনো বলতে চাইলেন, ‘আমি আছি!’ স্প্যানিশ লা লিগায় শনিবার তার হ্যাটট্রিকে ৩-০ গোলের জয় তুলে নেয় রিয়াল মাদ্রিদ।
জোসে জোরিয়া স্টেডিয়ামে ভায়াদোলিদের গোলের দিকে এদিন ২০টি শট নেয় রিয়াল। তবে লক্ষ্যে ছিল কেবল ৪টি।এবার আর অতৃপ্তিটা রাখলেন না এমবাপ্পে। ম্যাচের দ্বিতীয় মিনিটেই কর্নার থেকে গোলের আক্রমণ চালায় স্বাগতিকরা। সে যাত্রায় বাঁচিয়ে দেন গোলকিপার থিবো কর্তোয়া। এরপর আরও বেশ কয়েকটি আক্রমণে রিয়াল ডিফেন্ডারদের চিন্তায় ফেলে দেয় ভায়াদোলিদ। তবে এরপর বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি সফরকারীদের। ।বিরতি থেকে ফিরে ৫৬ মিনিটে এবার রদ্রিগোর পাস থেকে অনেকটা একইভাবে বল জালে জড়ান এমবাপ্পে
স্পটকিক থেকে সহজ গোলে অল হোয়াইটদের জার্সিতে প্রথম হ্যাটট্রিকটি তুলে নেন এমবাপ্পে। ৩-০ গোলের সহজ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা শক্ত হয় স্প্যানিশ জায়ান্টদের। ২১ ম্যাচে ১৫ জয়, ৪ ড্র ও ২ হারে ৪৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে লস ব্লাঙ্কোসরা। একই রাতে ভিয়ারিয়ালের সঙ্গে ১-১ গোলে ড্র করে নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদ। সমপরিমাণ ম্যাচ খেলে ৪৫ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে দিয়েগো সিমিওনের শিষ্যরা।