
পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ২১টি জেলার যোগাযোগের অন্যতম নৌপথ পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাট প্রস্তুত করা হয়েছে। দুই নৌ-রুটে ২৩টি ফেরি ও ৩৩টি লঞ্চ প্রস্তুত রাখা হয়েছে।অপরদিকে ঘরমুখো মানুষকে নির্বিঘ্নে পারাপারের জন্য আরিচা-কাজিরহাট নৌরুটে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এছাড়া মহাসড়কসহ ঘাট পয়েন্টে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৬ শতাধিক পুলিশ সদস্য মোতায়েন থাকবে।
জানা যায়, দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের প্রায় ২১টি জেলার ঈদে ঘরমুখো মানুষ পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট পাড়ি দিয়ে বাড়ি ফেরেন। এবারের ঈদকে সামনে রেখে পাটুরিয়া ফেরিঘাট পয়েন্টের ৩, ৪ ও ৫ নম্বরসহ সব কয়েকটি পন্টুন প্রস্তুত করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। নির্ধারিত যে কয়েকটি পন্টুন আছে সব কয়েকটিতে ফেরি লোড-আনলোড হবে এবং তার সব কয়েকটি পকেট প্রস্তুত করা হয়েছে। যাত্রী ও যানবাহন পারাপারের জন্য পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ছোট-বড় মিলিয়ে ১৭টি ফেরি নিয়োজিত থাকবে। অপরদিকে আরিচা-কাজিরহাট নৌরুটে আরো পাঁচটি ফেরি চলাচল করবে। ঈদে ঘরমুখো যানবাহন ও যাত্রী পারাপারের ফেরিতে কোনো ধরনের ত্রুটি পরিলক্ষিত হলে মেরামতের জন্য পাটুরিয়ার ৫ নম্বর পন্টুনে অবস্থিত ভাসমান কারখানা মধুমতী প্রস্তুত রয়েছে।
এছাড়া কাটাগাড়ীর যাত্রীদের জন্য পাটুরিয়া দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ৩৩টি লঞ্চ প্রস্তুত রাখা হয়েছে। ঈদের ছুটির দিন থেকে জরুরিসেবায় নিয়োজিত পণ্যবোঝাই ট্রাক ছাড়া সব ধরনের সাধারণ ট্রাক পারাপার বন্ধ থাকবে।