
বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রী রাশমিকা মান্দানা। ২০২৩ সালে ‘অ্যানিম্যাল’ ছবিতে রণবীর কাপুরের বিপরীতে অভিনয় করে দারুণ সাফল্য পান তিনি। এদিকে চলতি বছর আল্লু অর্জুনের সঙ্গে জুটি বেঁধে তার ‘পুষ্পা টু’ সিনেমা ধুন্দুমার ব্যবসা করে বক্স অফিসে। ব্যবসা সফলতার সকল রেকর্ড ভেঙে দেয় ছবিটি। ব্যাক টু ব্যাক সুপারহিট সিনেমায় অভিনয় করলেও একটা আক্ষেপ ছিল রাশমিকার। স্বপ্ন ছিল অধরা। আর সেটা বলিউড সুপারস্টার সালমান খানের সঙ্গে অভিনয়।
এবার সেই স্বপ্ন পূরণ হয়েছে তার। বলিউড ‘ভাইজান’ সালমান খানের বিপরীতে ‘সিকান্দার’ ছবিতে অভিনয় করেছেন রাশমিকা। ঈদের সবচেয়ে বড় আয়োজনের ছবি এটি। ২৩শে মার্চ ছবিটির ট্রেইলার মুক্তি পেয়েছে। যে ছবিতে ২৮ বছরের রাশমিকার সঙ্গে ৫৯ বছরের সালমান জুটি বেঁধেছেন। নায়ক-নায়িকার বয়সের ব্যবধানের কারণেই ছবিটি বারবার আলোচনায় উঠে আসছে। তবে রাশমিকা সালমানের বিপরীতে অভিনয় করতে পেরে বেশ খুশি। রাশমিকা সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে সুখবরটি শেয়ার করে লিখেছিলেন, আপনারা আমার পরবর্তী কাজের জন্য বহু দিন অপেক্ষা করছিলেন। আমি ‘সিকান্দার’-এর অংশ হয়েছি