Dhaka 9:39 pm, Friday, 23 May 2025

শেষের পরীক্ষায় রংপুর

হেড কোচ মিকি আর্থার ও সহকারী কোচ মোহাম্মদ আশরাফুলের অধীনে গ্লোবাল সুপার লীগ জয়। গায়ানা থেকে শিরোপা হাতে দেশে ফিরে রাইডার্স চমক ধরে রাখে বিপিএলেও। টানা ৮ জয়ে চলে যায় সবার ধরা ছোঁয়ার বাইরে। রংপুর এবার হারলে বিদায়। চিটাগং কিংসও শেষদিকে দাপট দেখিয়ে দুই নম্বর দল হিসেবে উঠেছে প্লে অফে। ফরচুন বরিশাল অবশ্য অনুমিতভাবেই শীর্ষে থেকে শেষ করেছে লীগ পর্ব। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ দুপুর দেড়টায় এলিমিনেটরে মুখোমুখি হবে খুলনা ও রংপুর। আর সন্ধ্যা সাড়ে ৬টায় প্রথম কোয়ালিফায়ারে বরিশালের বিপক্ষে মাঠে নামবে চিটাগং কিংস। খুলনা টাইগার্স এবারের আসর শুরু করে টানা ২ জয়ে। এ সর্বশেষ মুখোমুখি লড়াইয়ে জয় পাওয়া খুলনা আজ মানসিকভাবে হলেও এগিয়ে থাকবে। ওপেনিংয়ে অধিনায়ক মিরাজ আছেন দুর্দান্ত ফর্মে।

এ শীর্ষ দুইয়ে থেকে লীগ পর্ব শেষ করতে না পারায় আক্ষেপ আছে রংপুর রাইডার্সের স্পিনার শেখ মেহেদীর। এখন এলিমিনেটর ম্যাচ খেলায় চ্যালেঞ্জও আরও বেশি দেখছেন তিনি। কিন্তু সবসময় একরমক যায়না। ’ রংপুরের বড় সমস্যা ব্যাটিংয়ে। অ্যালেক্স হেলস যাওয়ার পর তার জায়গায় খেলা স্টিভেন টেইলর এখনও নিষ্প্রভ। সাইফ হাসানও আচমকা রান খরায় ভুগছেন। তবে টানা হারের বৃত্তে আটকে থাকা রংপুর এই ম্যাচে জয় না পেলে আসর থেকেই ছিটকে যাবে। একই দিনে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশালের মুখোমুখি হবে চিটাগিং কিংস।  আর শামিম হোসেন পাটোয়ারিওও আছেন ফর্মে। বোলিংয়ে বড় ভরসা আলিস আল ইসলাম। বরিশালকে আশা দেখাচ্ছে দলীয় পারফর্মেন্স।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

শেষের পরীক্ষায় রংপুর

Update Time : 12:42:53 pm, Monday, 3 February 2025

হেড কোচ মিকি আর্থার ও সহকারী কোচ মোহাম্মদ আশরাফুলের অধীনে গ্লোবাল সুপার লীগ জয়। গায়ানা থেকে শিরোপা হাতে দেশে ফিরে রাইডার্স চমক ধরে রাখে বিপিএলেও। টানা ৮ জয়ে চলে যায় সবার ধরা ছোঁয়ার বাইরে। রংপুর এবার হারলে বিদায়। চিটাগং কিংসও শেষদিকে দাপট দেখিয়ে দুই নম্বর দল হিসেবে উঠেছে প্লে অফে। ফরচুন বরিশাল অবশ্য অনুমিতভাবেই শীর্ষে থেকে শেষ করেছে লীগ পর্ব। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ দুপুর দেড়টায় এলিমিনেটরে মুখোমুখি হবে খুলনা ও রংপুর। আর সন্ধ্যা সাড়ে ৬টায় প্রথম কোয়ালিফায়ারে বরিশালের বিপক্ষে মাঠে নামবে চিটাগং কিংস। খুলনা টাইগার্স এবারের আসর শুরু করে টানা ২ জয়ে। এ সর্বশেষ মুখোমুখি লড়াইয়ে জয় পাওয়া খুলনা আজ মানসিকভাবে হলেও এগিয়ে থাকবে। ওপেনিংয়ে অধিনায়ক মিরাজ আছেন দুর্দান্ত ফর্মে।

এ শীর্ষ দুইয়ে থেকে লীগ পর্ব শেষ করতে না পারায় আক্ষেপ আছে রংপুর রাইডার্সের স্পিনার শেখ মেহেদীর। এখন এলিমিনেটর ম্যাচ খেলায় চ্যালেঞ্জও আরও বেশি দেখছেন তিনি। কিন্তু সবসময় একরমক যায়না। ’ রংপুরের বড় সমস্যা ব্যাটিংয়ে। অ্যালেক্স হেলস যাওয়ার পর তার জায়গায় খেলা স্টিভেন টেইলর এখনও নিষ্প্রভ। সাইফ হাসানও আচমকা রান খরায় ভুগছেন। তবে টানা হারের বৃত্তে আটকে থাকা রংপুর এই ম্যাচে জয় না পেলে আসর থেকেই ছিটকে যাবে। একই দিনে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশালের মুখোমুখি হবে চিটাগিং কিংস।  আর শামিম হোসেন পাটোয়ারিওও আছেন ফর্মে। বোলিংয়ে বড় ভরসা আলিস আল ইসলাম। বরিশালকে আশা দেখাচ্ছে দলীয় পারফর্মেন্স।