
একের পর এক বিতর্ক যেন রাখি সাওয়ান্তের নিত্যদিনের সঙ্গী। বিশেষ করে তার ব্যক্তিগত জীবন নিয়ে তুলকালাম রীতিমতো শিরোনামে উঠে আসে বার বার। এর আগে দাম্পত্য জীবন নিয়ে তুমুল আলোচনায় ছিলেন। প্রেম, বিয়ে, ধর্মান্তরিত হওয়া, এরপর স্বামীর বিরুদ্ধে মামলা, জল একেবারে ঘোলা করে শেষ পর্যন্ত বিচ্ছেদ।ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, তৃতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন রাখি সাওয়ান্ত। নিজেই সে কথা জানিয়েছেন তিনি। শোনা যাচ্ছে,রাখি সাওয়ান্ত সম্প্রতি জানিয়েছেন তিনি পাকিস্তানি অভিনেতা তথা পুলিশ অফিসার দোদি খানের প্রেমে পড়েছেন। নিউজ ১৮-কে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি এই বিষয়টি নিশ্চিত করেছেন। জানিয়েছেন শীঘ্রই তাঁদের বিয়ের পরিকল্পনা আছে।
প্রসঙ্গত বেশ কিছুদিন ধরেই চর্চা শোনা যাচ্ছে রাখির তৃতীয় বিয়ে নিয়ে। তিনি এদিন আরও জানান যে তারা দুজন একে অন্যকে পাগলের মতো ভালোবাসেন। এবার আর দেশের ছেলে নয়, সোজা পাকিস্তানি পাত্র বেছে নিয়েছেন এই তারকা।রাখি সাওয়ান্ত আরো জানিয়েছেন, তিনি তাঁর প্রেমিক দোদি খানকে বিয়ে করবেন পাকিস্তানের মাটিতেই। তাদের রিসেপশন হবে ভারতে এবং হানিমুন হবে সুইৎজারল্যান্ড বা নেদারল্যান্ডসে। দুবাইয়ের হোটেলে থাকবেন তারা।