Dhaka 11:45 am, Friday, 21 March 2025

চট্টগ্রামে লবণ কারখানায় অভিযান

লবণ কারখানায় অভিযান

চট্টগ্রামের বোয়ালখালীতে অনুমোদনহীনভাবে ও নানা অনিয়মের মধ্য দিয়ে লবণ প্যাকেট করে একাধিক নামে বাজারজাত করার অভিযোগে দুই লবণ কারখানাকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ১১টায় উপজেলার পশ্চিম শাকপুরা মিলিটারি পুল এলাকায় পরিচালিত অভিযানে আহমেদ সল্ট রিফাইনারি ইন্ডাস্ট্রির সুপারভাইজার দীপক তালুকদারকে ১ লাখ টাকা এবং করিম সল্ট ক্রসিং অ্যান্ড রিফাইনারির সাইগর হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা। তিনি জানান, নানা অনিয়ম অব্যবস্থাপনার মধ্য দিয়ে লবণ প্যাকেট করে একাধিক নামে লবণ বাজারজাত করছে কারখানাগুলো। অভিযান চালিয়ে বিএসটিআই আইনে এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় আহমেদ সল্ট রিফাইনারি ইন্ডাস্ট্রিজের সুপারভাইজার দীপক তালুকদারকে ১ লাখ টাকা এবং করিম সল্ট ক্রসিং এন্ড রিফাইনারির সাইগর হোসেনকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া তাদের এক মাসের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনসহ ল্যাব স্থাপনসহ মান সম্পন্ন লবণ বাজারজাত করা জন্য বলা হয়েছে।

অভিযানে বিএসটিআই ফিল্ড অফিসার জেরিন তাসনিম, প্রিময় মজুমদার জয় এবং বোয়ালখালী থানা পুলিশের একটি টিম সহযোগিতা করে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

চট্টগ্রামে লবণ কারখানায় অভিযান

Update Time : 09:49:53 pm, Thursday, 20 March 2025

চট্টগ্রামের বোয়ালখালীতে অনুমোদনহীনভাবে ও নানা অনিয়মের মধ্য দিয়ে লবণ প্যাকেট করে একাধিক নামে বাজারজাত করার অভিযোগে দুই লবণ কারখানাকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ১১টায় উপজেলার পশ্চিম শাকপুরা মিলিটারি পুল এলাকায় পরিচালিত অভিযানে আহমেদ সল্ট রিফাইনারি ইন্ডাস্ট্রির সুপারভাইজার দীপক তালুকদারকে ১ লাখ টাকা এবং করিম সল্ট ক্রসিং অ্যান্ড রিফাইনারির সাইগর হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা। তিনি জানান, নানা অনিয়ম অব্যবস্থাপনার মধ্য দিয়ে লবণ প্যাকেট করে একাধিক নামে লবণ বাজারজাত করছে কারখানাগুলো। অভিযান চালিয়ে বিএসটিআই আইনে এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় আহমেদ সল্ট রিফাইনারি ইন্ডাস্ট্রিজের সুপারভাইজার দীপক তালুকদারকে ১ লাখ টাকা এবং করিম সল্ট ক্রসিং এন্ড রিফাইনারির সাইগর হোসেনকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া তাদের এক মাসের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনসহ ল্যাব স্থাপনসহ মান সম্পন্ন লবণ বাজারজাত করা জন্য বলা হয়েছে।

অভিযানে বিএসটিআই ফিল্ড অফিসার জেরিন তাসনিম, প্রিময় মজুমদার জয় এবং বোয়ালখালী থানা পুলিশের একটি টিম সহযোগিতা করে।