ফোর্স সিনেমায় চুক্তিবদ্ধ হওয়া ও শুটিং করতে বাংলাদেশে আসার বিষয়ে রাহুল দেবের ম্যানেজার রাম গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, বাংলাদেশের ‘ফোর্স’ ছবিতে রাহুল দা চুক্তিবদ্ধ হয়েছে। আগামী এপ্রিল মাসে বাংলাদেশে শুটিং করতে তিনি যাবেন।
আসিফ জানান, বর্তমানে সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। আগামী ১০ এপ্রিল এফডিসিতে শুটিং শুরু করবেন। এফডিসি ছাড়াও কেরানীগঞ্জ, গাজীপুরে শুটিং হবে প্রায় দুই সপ্তাহ। পরিচালক আসিফ এর আগে ‘চোখ’ সিনেমা নির্মাণ করেছিলেন।
এদিকে পাকিস্তানি এ মডেল ‘ছু লে আসমান’ নামে একটি সিনেমায় নাম লিখিয়েছেন। মডেলিংয়ে বেশি দেখা গেলেও এর আগে ‘হাম কাহা কে সোচে থে’, ‘খুদসার’সহ একাধিক টিভি সিরিজে তিনি পরিচিতি পেয়েছেন। ‘ফোর্স’ সিনেমায় জারার নায়ক হিসেবে থাকছেন বাংলাদেশের ম্যাক দিদার।