
প্রতিপক্ষের মাঠে প্রায় শুরু থেকেই ১০ জনের দলে পরিণত হয় বার্সেলোনা। সুযোগে একের পর এক আক্রমণে গেছে পর্তুগালের ক্লাব বেনফিকা। শেষপর্যন্ত অবশ্য হার মানেনি কাতালুনিয়ান দলটি, জয় নিয়ে ফিরেছে। কোয়ার্টার ফাইনালের পথে অনেকটা এগিয়ে গেল হ্যান্সি ফ্লিকের বার্সা।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলার প্রথম লেগে বুধবার রাতে বেনফিকার বিপক্ষে ১-০তে জিতেছে বার্সা। সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে নিজের ২৫তম গোলে ব্যবধান গড়ে দেন ব্রাজিলীয় তারকা রাফিনহা। ম্যাচের ৫২ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ২৬টি শট নেয় বেনফিকা। এরমধ্যে ৮টি ছিল লক্ষ্যে রাখে। বিপরীতে বার্সেলোনার ১০ শটের মধ্যে ৫টি ছিল লক্ষ্যে।
ম্যাচের ২২ মিনিটে বড় ধাক্কা খায় বার্সা। আক্রমণ ঠেকাতে গিয়ে বেনফিকার ভাঞ্জেলিস পাভদিলিসকে বক্সের সামনে ফাউল করে বসেন ডিফেন্ডার পাউ কুবার্সি। ফাউলের কারণে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে। সুযোগে একের পর এক আক্রমণেও যায় বেনফিকা। তবে জালের দেখা পাচ্ছিল না একজন কম বার্সার সামনে।বেনফিকা না পারলেও ভুল করেনি বার্সা। ৬১ মিনিটে ১০ জনের বার্সাকে এগিয়ে দেন রাফিনহা। দারুণ এক শটে জয়সূচক গোলটি করেন তিনি। আগামী ১১ মার্চ ঘরের মাঠে ফিরতি লেগে নামবে বার্সেলোনা।