
সমাজে নারীর প্রতি সহিংসতার ঘটনা বেড়েই চলেছে। গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে নারী নির্যাতন ভয়াবহ আকার ধারণ করেছে। সম্প্রতি মাগুরার আট বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় দেশের মানুষ হতবাক। সব শ্রেণি-পেশার মানুষ এ ঘটনার প্রতিবাদ জানাচ্ছে। ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে। তবে শোবিজেও কিন্তু এ ধরনের ঘটনার কথা শোনা যায়।
যার কিছু প্রকাশ পেলেও কিছু আড়ালে থেকে যাচ্ছে। কারণ সবাই এ বিষয়ে মুখ খুলতে চান না। এবার অভিনেত্রী জিনাত সানু স্বাগতা এ বিষয় নিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন। তিনি দাবি করেন, শোবিজ থেকেও তিনি আপত্তিকর প্রস্তাব পেয়েছেন। তিনি পোস্টে লিখেন, আমার নিউজফিডে প্রচুর পুরুষকে দেখছি ধর্ষকের বিরুদ্ধে জোর প্রতিবাদ জানিয়েছে। কিন্তু এর মধ্যে অনেকেই আমাকে কাজের বিনিময়ে শোয়ার শর্ত জুড়ে দিয়েছে। রাজি হইনি বলে চিরতরে কাজের সুযোগও বন্ধ করে দিয়েছে। প্রশ্ন হচ্ছে- তারাও কি ধর্ষক নয়? সবার উদ্দেশ্যে প্রশ্ন রেখে এভাবেই নিজের অনুভূতি ভাগ করে নিলেন স্বাগতা। স্বাগতার এই পোস্টে তার একজন অনুরাগী লেখেন, তারা তোমার অনুমতি চেয়েছে, জোর জবরদস্তি করেনি তোমার ইচ্ছার বিরুদ্ধে। তোমার যেমন ‘না’ বলার স্বাধীনতা আছে, তাদেরও তেমন কাজে ‘না’ নেয়ার স্বাধীনতা আছে