
প্রেসবক্সে রাজশাহীর মিডিয়া ম্যানেজার এলে তাঁকে সাংবাদিকদের অভিন্ন প্রশ্ন, দলের বিদেশি ক্রিকেটারদের সবাই এসেছেন তো? তিনি জানান, পারিবারিক সমস্যার কারণে পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ হারিস শুধু মাঠে আসেননি, বাকিরা এসেছেন। মিডিয়া ম্যানেজার এ-ও জানালেন, নতুন করে চেক আর বাউন্স করেনি, সবার অ্যাকাউন্টে টাকা পৌঁছে গেছে। বিপিএলে এবার বিদেশি তারকা ক্রিকেটারের বড় সংকট। যে কজন তারকা ক্রিকেটার এসেছেন, তাঁদের কাছে নেতিবাচক সব ঘটনা কেমন বার্তা দিয়েছে? খুলনার দেওয়া ১৮৮ রানের বড় লক্ষ্য কাল বরিশাল ৫ উইকেট হাতে রেখে টপকেছে ডেভিড মালানের ৩৭ বলে ৬৩ রানের ইনিংসের সৌজন্যে।
পারিশ্রমিক না পাওয়া রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা অবশ্য স্পষ্টতই নিজেদের হতাশা প্রকাশ করেছেন। বিপিএলের পারিশ্রমিক ইস্যুর খবর ছড়িয়েছে আন্তর্জাতিক ক্রিকেটেও। আন্তর্জাতিক ক্রিকেটারদের সংগঠন ফিকা, এখন যেটি ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ডব্লিউসিএ) নামে পরিচিত, ইতিমধ্যে এ বিষয়ে আলোচনা শুরু করেছে। সংস্থার সিইও টম মোফাট পারিশ্রমিক ইস্যুতে ধুয়ে দিয়েছেন বিসিবিকে।