
লন্ডনে প্রথম লেগে ১-০ গোলের জয়ের পর ঘরের মাঠে দ্বিতীয় লেগে কেবল হার এড়ালেই হতো পিএসজির। কিন্তু ফরাসি চ্যাম্পিয়নরা হার এড়ানোর চেয়েও বেশি কিছু করেছে—জিতেই উঠেছে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে।
পার্ক দে প্রিন্সেসে আজ অনুষ্ঠিত সেমিফাইনালের দ্বিতীয় লেগে আর্সেনালকে ২-১ গোলে হারিয়েছে পিএসজি। দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে ইংলিশ ক্লাবটিকে বিদায় করে ৩১ মে মিউনিখে হতে যাওয়া ফাইনালে জায়গা করে নিয়েছে লুইস এনরিকের দল, যেখানে তাদের প্রতিপক্ষ ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান।
আর্সেনালই শুরুতে আক্রমণাত্মক ছিল। ম্যাচের ৪ ও ৮ মিনিটে দুটি গোলের সুযোগ তৈরি করলেও পিএসজি গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মা অসাধারণ সেভে দলকে বাঁচান। এরপর ধীরে ধীরে খেলার নিয়ন্ত্রণ নেয় পিএসজি।
১৭ মিনিটে খিচা কাবারাস্কেইয়ার শট পোস্টে লেগে ফিরে আসায় একবার হতাশ হতে হয় স্বাগতিকদের। তবে ২৭ মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার ফ্যাবিয়ান রুইস ফ্রি-কিক থেকে আসা বল বুক দিয়ে নিয়ন্ত্রণ করে দুর্দান্ত এক শটে গোল করে এগিয়ে দেন দলকে। এটি ছিল চ্যাম্পিয়নস লিগে তাঁর প্রথম গোল।
বিরতির পর গোলের খোঁজে ঝাঁপায় আর্সেনাল। ৬৪ মিনিটে বুকায়ো সাকার জোরালো শট এক হাতে ফিরিয়ে দেন দোন্নারুম্মা। দুই মিনিট পর পিএসজি পায় পেনাল্টির সুযোগ, কিন্তু ভিতিনিয়ার দুর্বল শট রুখে দেন ডেভিড রায়া।
৭৬ মিনিটে সাকার গোলে কিছুটা লড়াইয়ে ফেরে আর্সেনাল। লিয়ান্দ্রো ত্রোসারের পাস থেকে প্রথমবার ব্যর্থ হলেও দ্বিতীয় চেষ্টায় বল জালে পাঠান তিনি। এরপর ৮০ মিনিটে আরও একটি সুযোগ পেয়েছিলেন সাকা, কিন্তু ফাঁকা পোস্ট পেয়েও লক্ষ্যভ্রষ্ট শট মারেন।