Update Time :
11:13:42 am, Wednesday, 27 November 2024
28
Time View
ফরাসি চ্যাম্পিয়নরা
গোলরক্ষকের দুর্বলতায় শুরুতেই পিছিয়ে পড়লো পিএসজি। বিরতির পর আরও বড় ধাক্কা খায় তারা। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ফরোয়ার্ড উসমান দেম্বেলে। একজন কম নিয়ে আর পেরে ওঠেনি ফরাসি চ্যাম্পিয়নরা। হাইভোল্টেজ ম্যাচটি জিতে নেয় বায়ার্ন মিউনিখ।
আলিয়াঞ্জ অ্যারেনায় গতকাল রাতে ১-০ গোলে জিতেছে বায়ার্ন। ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন কিম মিন-জে।চ্যাম্পিয়ন্স লীগে বায়ার্নের বিপক্ষে এই নিয়ে টানা চার ম্যাচে হারল পিএসজি। এই চার ম্যাচের একটিতেও জালের দেখা পায়নি তারা।