
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
সোমবার কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে রাত সাড়ে ৮টায় ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাত ১০টায় বিক্ষোভ মিছিল করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ বিক্ষোভ মিছিল করেছে ছাত্ররা।
এসময় বিক্ষোভকারীরা জানান, ভারত-বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে, মিথ্যা প্রচারণা চালিয়ে ষড়যন্ত্র করছে ভারত। এভাবে ষড়যন্ত্র চলতে থাকলে সারা বাংলার মানুষ তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাব। ভারত বাংলাদেশে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে দিতে চায়।
মিছিল শেষে আরও বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক কাজী নাছির, সংগঠক বিল্লাল হোসেন, মুখ্য সংগঠক আরাফ ভূঁইয়া, যুগ্ম সদস্য সচিব ইয়াসিন আরাফাত হিমুসহ প্রমুখ।
এদিকে প্রতিবাদে উত্তাল কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। রাত ১০টার দিকে ক্যাম্পাসের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মূল ফটকে বিক্ষোভ মিছিলে যোগ দেয়। এসময় তাদের সঙ্গে যোগ দেয় স্থানীয় জনতা ও বিভিন্ন মেসের শিক্ষার্থীরা। টানা দেড় ঘণ্টা রাত সাড়ে ১১টা পর্যন্ত তাদের বিক্ষোভ করতে দেখা যায়।