
দেশব্যাপী খুন, ছিনতাই বন্ধ ও ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং নারী শিশুসহ সাধারণ জনগণের নিরাপত্তার দাবিতে মাদারীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে শিবচর পৌর এলাকার সরকারি বরহামগঞ্জ কলেজ মোড়ে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় লোকজন অংশ নেন। এসময় তারা ব্যানার, প্লেকার্ড হাতে ধর্ষণসহ প্রত্যেকটি ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানায়। বিক্ষোভ মিছিলটি শিবচরের সরকারি বরহামগঞ্জ কলেজ মোড় থেকে বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে সড়ক ৭১ চত্বর এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।