Dhaka 6:37 am, Friday, 9 May 2025

ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথ অবরোধ করে বিক্ষোভ

রেলপথ অবরোধ করে বিক্ষোভ

ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া রেলপথে একটি বিশেষ ট্রেন চালু ও বেশ কয়েকটি আঃন্তনগর ট্রেনের যাত্রা বিরতি, ট্রেনের আসন বাড়ানো, কালোবাজারি বন্ধের দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে সাধারণ মানুষ।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টা থেকে সম্মিলিত সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে এই অবরোধ কর্মসূচি পালন করা হয়। এ সময় ঢাকাগামী আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস আখাউড়া স্টেশনে আটকা পড়ে। পরে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে এক ঘণ্টা পর অবরোধ তুলে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। খোঁজ নিয়ে জানা গেছে, জেলা নাগরিক ফোরাম গত সাত বছর ধরে এই দাবিতে আন্দোলন করে আসছিল। জেলা সদরের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এক হয়ে শুক্রবার আন্দোলনে নামেন। খবর পেয়ে ইউএনও, ওসিসহ প্রশাসনের লোকজন ছুটে এসে আন্দোলনকারীদেরকে সরিয়ে নেন।

বিক্ষোভকারীরা জানায়, দেশের পূর্বাঞ্চলের রেলপথে ব্রাহ্মণবাড়িয়া একটি গুরুত্বপূর্ণ স্টেশন। যেখান থেকে সরকার প্রতিবছর বিপুল অংকের রাজস্ব পেয়ে থাকে। অথচ সে হিসেবে বাড়েনি যাত্রী সেবার মান। এসব রেলপথে চলাচলের জন্য যে পরিমাণ ট্রেন যাত্রা বিরতি করছে তা নগন্য। এতে জেলাবাসীকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। জেলাবাসী দীর্ঘদিন ধরে বিভিন্ন আন্তঃনগর ট্রেনের ব্রাহ্মণবাড়িয়া স্টেশন যাত্রাবিরতীর দাবি জানিয়ে আসলেও কর্তৃপক্ষ কেবল আশ্বাসেই দিন অতিবাহিত করেছেন। ফলে বাধ্য হয়েই তাদেরকে রেলপথ অবরোধের মত কঠোর কর্মসূচি হাতে নিতে হয়েছে।

বিক্ষোভকারীরা আরও জানান, দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত না এলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।  ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মো. ইসতিয়াক ভূঁইয়া জানান, এসব দাবির বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্টদেরকে অবহিত করা হয়েছে। আজকের এ আন্দোলন বিষয়েও অবহিত করা হবে। আমাদরের আশ্বাসে ও আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আন্দোলনকারীরা সরে গেছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথ অবরোধ করে বিক্ষোভ

Update Time : 02:29:12 pm, Friday, 28 February 2025

ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া রেলপথে একটি বিশেষ ট্রেন চালু ও বেশ কয়েকটি আঃন্তনগর ট্রেনের যাত্রা বিরতি, ট্রেনের আসন বাড়ানো, কালোবাজারি বন্ধের দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে সাধারণ মানুষ।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টা থেকে সম্মিলিত সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে এই অবরোধ কর্মসূচি পালন করা হয়। এ সময় ঢাকাগামী আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস আখাউড়া স্টেশনে আটকা পড়ে। পরে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে এক ঘণ্টা পর অবরোধ তুলে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। খোঁজ নিয়ে জানা গেছে, জেলা নাগরিক ফোরাম গত সাত বছর ধরে এই দাবিতে আন্দোলন করে আসছিল। জেলা সদরের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এক হয়ে শুক্রবার আন্দোলনে নামেন। খবর পেয়ে ইউএনও, ওসিসহ প্রশাসনের লোকজন ছুটে এসে আন্দোলনকারীদেরকে সরিয়ে নেন।

বিক্ষোভকারীরা জানায়, দেশের পূর্বাঞ্চলের রেলপথে ব্রাহ্মণবাড়িয়া একটি গুরুত্বপূর্ণ স্টেশন। যেখান থেকে সরকার প্রতিবছর বিপুল অংকের রাজস্ব পেয়ে থাকে। অথচ সে হিসেবে বাড়েনি যাত্রী সেবার মান। এসব রেলপথে চলাচলের জন্য যে পরিমাণ ট্রেন যাত্রা বিরতি করছে তা নগন্য। এতে জেলাবাসীকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। জেলাবাসী দীর্ঘদিন ধরে বিভিন্ন আন্তঃনগর ট্রেনের ব্রাহ্মণবাড়িয়া স্টেশন যাত্রাবিরতীর দাবি জানিয়ে আসলেও কর্তৃপক্ষ কেবল আশ্বাসেই দিন অতিবাহিত করেছেন। ফলে বাধ্য হয়েই তাদেরকে রেলপথ অবরোধের মত কঠোর কর্মসূচি হাতে নিতে হয়েছে।

বিক্ষোভকারীরা আরও জানান, দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত না এলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।  ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মো. ইসতিয়াক ভূঁইয়া জানান, এসব দাবির বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্টদেরকে অবহিত করা হয়েছে। আজকের এ আন্দোলন বিষয়েও অবহিত করা হবে। আমাদরের আশ্বাসে ও আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আন্দোলনকারীরা সরে গেছেন।