
গত ১৩ নভেম্বর বুধবার ২০২৪ ইং তারিখের জাতীয় দৈনিক “সংবাদ দিগন্ত’ পত্রিকার প্রথম পাতার প্রথম ও দ্বিতীয় কলাম (নিচে) ও দ্বিতীয় পাতার তৃতীয় কলামে প্রকাশিত সংবাদ “মুন্সীগঞ্জে ভুয়া মুক্তিযোদ্ধার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন,নেই প্রতিকার” শিরোনামটি আমার দৃষ্টিগোচর হয় এবং কে বা কাহারা আমার নামে ও বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে সাংবাদিককে ভুল বা মিথ্যা তথ্য দিয়ে সংবাদটি প্রকাশ করেছেন। আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এছাড়া যাহা উদ্দেশ্য প্রণোদিত ও মন গড়া তথ্যসম্বলিত সাংবাদিক সম্মেলন ও মিথ্যা বানোয়াট তথ্য এবং ভিত্তিহীন সংবাদ। আমি একজন মানবাধিকার সংগঠক ও ভাতা প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং কোন রাজনৈতিক দলের সদস্য নয় বা কোন রাজনীতির সাথে সম্পৃক্ত নই। শত্রুতামূলকভাবে সোশ্যাল মিডিয়া থেকে আমার ছবি সংগ্রহ করে তাহা পত্রিকার মাধ্যমে প্রকাশ করে শত্রুতা উদ্ধারের ভিত্তিহীন পায়তারা চালাচ্ছেন। যাহা আমার পক্ষে অপমানজনক ও সম্মানহানীকর। সংবাদে মিথ্যাচার ও মন গড়ার তথ্য যাহা আইনগত দন্ডনীয় অপরাধ।
আমি উক্ত পত্রিকায় প্রকাশিত শিরোনাম ও সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
নিবেদক,
বীর মুক্তিযোদ্ধা মোঃ
ওয়াহিদুজ্জামান