
ঢাকা জেলার ৫ টি উপজেলা – সাভার, ধামরাই, নবাবগ ঞ্জ, দোহার এবং কেরানীগঞ্জের উপজেলার নির্বাহী অফিসার, সহকারী কমিশনার ভূমি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ, উপজেলা সমাজসেবা অফি সরগণ, উপ জেলা মহিলা বিষয়ক কর্মকর্তাগণ, উপজেলা যুব উন্নয়ন কর্ম কর্তাগণ অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে স্বাগত বক্তব্য রাখেন জনাব মো: শওকাত আলী, উপ-পরিচালক স্থানীয় সরকার, ঢাকা। উক্ত প্রশিক্ষ ণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব তানভীর আহমেদ, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, ঢাকা। প্রধান অতিথি বক্তব্য প্রশিক্ষণে প্রশিক্ষণ অংশ গ্রহনকারী দে উদ্দেশ্যে বলেন- বাংলাদে শের গ্রাম আদালত বিচার ব্যবস্থা, গ্রাম আ দালতের মামলার ধরন এবং গ্রাম আদালত সক্রিয়করণে যে সমস্ত চ্যালেঞ্জ বা বাধা আছে সেগুলো ওভারকাম করে সামনের দিকে এগিয়ে যেতে হবে ।
বাংলাদের গ্রামীণ অনগ্রসর ও প্রান্তিক জনগোষ্ঠীর বিচার প্রাপ্তির অভি গম্যতা বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক আ দালতে মামলার চাপ কমানোর লক্ষ্যে, গণপ্রজা তন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সম বায় মন্ত্রণা লয়-এর স্থানীয় সরকার বিভাগ- এর উদ্যোগে বাংলাদেশ সর কার, ইউরোপি য়ান ইউনিয়ন এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএন ডিপি) বাংলাদেশ-এর আর্থিক ও কা রিগরি সহযোগিতায় দেশের ৮টি বিভাগের ৬১টি জেলা র ৪৬৬টি উপজেলার ৪৪৫৭ টি ইউনিয়নে ২০২৩ -২০২৭ মেয়াদে দেশের সকল ইউনি য়ন পরিষদে বাস্তবায়িত হচ্ছে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প ।