Dhaka 8:45 am, Saturday, 15 March 2025

নিম্নমুখিতায় আইভরি কোস্টের উৎপাদন

আইভরি কোস্টের কোকো উৎপাদন ।

আইভরি কোস্টের কোকো উৎপাদন ২০২৩-২৪ মৌসুমের মতো চলতি মৌসুমেও নিম্নমুখী ধারা বজায় রাখতে পারে। প্রতিকূল আবহাওয়া ও ফসলের মান খারাপ হওয়ায় এমন আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির কৃষিমন্ত্রী কোবেনান কৌসি অ্যাজৌমানি। প্যারিসে বার্ষিক কৃষি প্রদর্শনীতে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। খবর রয়টার্স।কৃষিমন্ত্রী বলেন, চলতি ২০২৪-২৫ মৌসুমে উৎপাদন আগের বছরের মতো হতাশাজনক হতে পারে। তবে নির্দিষ্ট পূর্বাভাস দেয়ার সময় এখনো আসেনি বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে রয়টার্সের জরিপেও আইভরি কোস্টের কোকো উৎপাদনের একই চিত্র পাওয়া গেছে। জরিপের ফলাফল অনুযায়ী, চলতি মৌসুমে দেশটিতে ১৮ লাখ টন কোকো উৎপাদন হতে পারে, যা ২০২৩-২৪ মৌসুমে ছিল ১৭ লাখ ৬০ হাজার টন।বিশ্বের বৃহত্তম কোকো সরবরাহকারী দেশ আইভরি কোস্ট এবং দ্বিতীয় বৃহত্তম উৎপাদনকারী ঘানায় ২০২৩-২৪ মৌসুমে উৎপাদন তীব্রভাবে কমে যায়। এর ফলে আন্তর্জাতিক বাজারে পণ্যটির দাম রেকর্ড উচ্চতায় পৌঁছে।কৃষিমন্ত্রী অ্যাজৌমানি বলেন, ‘সম্প্রতি দেশে কিছুটা বৃষ্টিপাত হয়েছে। এতে এপ্রিল-সেপ্টেম্বর পর্যন্ত মধ্য মৌসুমে ফলন বাড়ার সম্ভাবনা রয়েছে। মধ্য মৌসুমের ফসল অক্টোবর-মার্চ পর্যন্ত চলা প্রধান মৌসুমের ফসলের পর আসে।’কয়েক বছর ধরে আইভরি কোস্ট জলবায়ু পরিবর্তনজনিত প্রতিকূলতার মধ্য দিয়ে যাচ্ছে। এছাড়া পুরনো কোকো গাছে রোগের প্রাদুর্ভাব বেড়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

নিম্নমুখিতায় আইভরি কোস্টের উৎপাদন

Update Time : 03:49:26 pm, Wednesday, 26 February 2025

আইভরি কোস্টের কোকো উৎপাদন ২০২৩-২৪ মৌসুমের মতো চলতি মৌসুমেও নিম্নমুখী ধারা বজায় রাখতে পারে। প্রতিকূল আবহাওয়া ও ফসলের মান খারাপ হওয়ায় এমন আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির কৃষিমন্ত্রী কোবেনান কৌসি অ্যাজৌমানি। প্যারিসে বার্ষিক কৃষি প্রদর্শনীতে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। খবর রয়টার্স।কৃষিমন্ত্রী বলেন, চলতি ২০২৪-২৫ মৌসুমে উৎপাদন আগের বছরের মতো হতাশাজনক হতে পারে। তবে নির্দিষ্ট পূর্বাভাস দেয়ার সময় এখনো আসেনি বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে রয়টার্সের জরিপেও আইভরি কোস্টের কোকো উৎপাদনের একই চিত্র পাওয়া গেছে। জরিপের ফলাফল অনুযায়ী, চলতি মৌসুমে দেশটিতে ১৮ লাখ টন কোকো উৎপাদন হতে পারে, যা ২০২৩-২৪ মৌসুমে ছিল ১৭ লাখ ৬০ হাজার টন।বিশ্বের বৃহত্তম কোকো সরবরাহকারী দেশ আইভরি কোস্ট এবং দ্বিতীয় বৃহত্তম উৎপাদনকারী ঘানায় ২০২৩-২৪ মৌসুমে উৎপাদন তীব্রভাবে কমে যায়। এর ফলে আন্তর্জাতিক বাজারে পণ্যটির দাম রেকর্ড উচ্চতায় পৌঁছে।কৃষিমন্ত্রী অ্যাজৌমানি বলেন, ‘সম্প্রতি দেশে কিছুটা বৃষ্টিপাত হয়েছে। এতে এপ্রিল-সেপ্টেম্বর পর্যন্ত মধ্য মৌসুমে ফলন বাড়ার সম্ভাবনা রয়েছে। মধ্য মৌসুমের ফসল অক্টোবর-মার্চ পর্যন্ত চলা প্রধান মৌসুমের ফসলের পর আসে।’কয়েক বছর ধরে আইভরি কোস্ট জলবায়ু পরিবর্তনজনিত প্রতিকূলতার মধ্য দিয়ে যাচ্ছে। এছাড়া পুরনো কোকো গাছে রোগের প্রাদুর্ভাব বেড়েছে।