‘আরআরআর’ ছবিতে বিরাট সাফল্যের পর নির্মাতা রাজমৌলি নির্মাণ করতে যাচ্ছেন ‘এসএসএম ২৯’। শোনা যাচ্ছে বেশ আগেই রাজমৌলি প্রিয়াঙ্কাকে ছবির অফার দিয়েছিলেন। কিন্তু বেশি পারিশ্রমিক চেয়ে বসেন অভিনেত্রী। কিন্তু প্রিয়াঙ্কার চাহিদার কাছে হার মানতেই হলো পরিচালককে। খবর মতে, ৩০ কোটি ভারতীয় রুপিতে সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এই তারকা। এতো পারিশ্রমিকে এর আগে বলিউডে কোনো অভিনেত্রী কাজ পাননি।
এর আগে, দীপিকা প্রতি সিনেমা বাবদ ১৫-২০ কোটি রুপি নিতেন। তাকেও টপকে গেলেন প্রিয়াঙ্কা। নতুন সিনেমায় প্রিয়াঙ্কার বিপরীতে অভিনয় করবেন মহেশ বাবু।