Dhaka 6:04 am, Sunday, 16 March 2025

আসিফ নজরুলকে হেনস্তার ঘটনায় প্রিন্স মাহমুদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া

অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সম্প্রতি সুইজারল্যান্ডের জেনেভায় হেনস্তার শিকার হয়েছেন। জেনেভাস্থ বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনে আওয়ামী লীগের কর্মীরা তাকে হেনস্তা করেন। এ ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জামায়াত ইসলামী ও অন্যান্য অনেকেই প্রতিবাদ জানিয়েছে। এবার এ ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছেন সংগীতাঙ্গনের প্রখ্যাত সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ।

গত বৃহস্পতিবার (৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, একদল আওয়ামী লীগ সমর্থক আসিফ নজরুলকে ঘিরে ধরে উত্তেজিত ভাষায় তর্ক করছেন এবং বারবার তাকে প্রশ্ন করছেন, “আপনি মিথ্যা বলেছেন।” এই ঘটনা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন প্রিন্স মাহমুদ।

ফেসবুকে একটি পোস্টে প্রিন্স মাহমুদ বলেন, “সুইজারল্যান্ডে আসিফ নজরুল ভাইকে হেনস্তাকারীদের কাউকে ছাড়া হবে না।” একই ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন আরেক গীতিকার লতিফুল ইসলাম শিবলীও।

প্রিন্স মাহমুদ আরও বলেন, “আসিফ ভাই চাইলে সরকারি অর্থ লুটপাট করে বড় বহর নিয়ে বিদেশ সফর করতে পারতেন, কিন্তু সাধারণ নাগরিকের মতো একাই সফরে গেছেন। তাকে একা পেয়ে আওয়ামী কাপুরুষরা যে আচরণ করেছে, তাদের নিশ্চয়ই মনে আছে, তাদের নেত্রী বিদেশ সফরে গেলে জনতার প্রতিবাদের ভয়ে পেছনের দরজা দিয়ে চলাচল করতে হতো।”

তিনি আরও বলেন, “আপনি এভাবেই বিদেশ সফর করবেন, আর মনে রাখবেন— পুরো দেশ আপনার পাশে রয়েছে, কিছু আওয়ামী দুর্বৃত্ত ছাড়া। এদের কঠিন শাস্তি নিশ্চিত করা জরুরি।”

এদিকে জেনেভাস্থ বাংলাদেশ দূতাবাসের সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) গভর্নিং বডির বৈঠকে অংশগ্রহণ শেষে দেশে ফেরার পথে জেনেভা বিমানবন্দরে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে ঘিরে ধরেন আওয়ামী লীগের সমর্থকরা। ঘটনাস্থলে সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম জমাদার ও সাধারণ সম্পাদক শ্যামল খানও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আইএলওর গভর্নিং বডির বৈঠকে আইন উপদেষ্টা আসিফ নজরুল ছাড়াও শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ এবং প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী অংশগ্রহণ করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

আসিফ নজরুলকে হেনস্তার ঘটনায় প্রিন্স মাহমুদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া

Update Time : 01:48:37 pm, Saturday, 9 November 2024

অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সম্প্রতি সুইজারল্যান্ডের জেনেভায় হেনস্তার শিকার হয়েছেন। জেনেভাস্থ বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনে আওয়ামী লীগের কর্মীরা তাকে হেনস্তা করেন। এ ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জামায়াত ইসলামী ও অন্যান্য অনেকেই প্রতিবাদ জানিয়েছে। এবার এ ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছেন সংগীতাঙ্গনের প্রখ্যাত সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ।

গত বৃহস্পতিবার (৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, একদল আওয়ামী লীগ সমর্থক আসিফ নজরুলকে ঘিরে ধরে উত্তেজিত ভাষায় তর্ক করছেন এবং বারবার তাকে প্রশ্ন করছেন, “আপনি মিথ্যা বলেছেন।” এই ঘটনা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন প্রিন্স মাহমুদ।

ফেসবুকে একটি পোস্টে প্রিন্স মাহমুদ বলেন, “সুইজারল্যান্ডে আসিফ নজরুল ভাইকে হেনস্তাকারীদের কাউকে ছাড়া হবে না।” একই ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন আরেক গীতিকার লতিফুল ইসলাম শিবলীও।

প্রিন্স মাহমুদ আরও বলেন, “আসিফ ভাই চাইলে সরকারি অর্থ লুটপাট করে বড় বহর নিয়ে বিদেশ সফর করতে পারতেন, কিন্তু সাধারণ নাগরিকের মতো একাই সফরে গেছেন। তাকে একা পেয়ে আওয়ামী কাপুরুষরা যে আচরণ করেছে, তাদের নিশ্চয়ই মনে আছে, তাদের নেত্রী বিদেশ সফরে গেলে জনতার প্রতিবাদের ভয়ে পেছনের দরজা দিয়ে চলাচল করতে হতো।”

তিনি আরও বলেন, “আপনি এভাবেই বিদেশ সফর করবেন, আর মনে রাখবেন— পুরো দেশ আপনার পাশে রয়েছে, কিছু আওয়ামী দুর্বৃত্ত ছাড়া। এদের কঠিন শাস্তি নিশ্চিত করা জরুরি।”

এদিকে জেনেভাস্থ বাংলাদেশ দূতাবাসের সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) গভর্নিং বডির বৈঠকে অংশগ্রহণ শেষে দেশে ফেরার পথে জেনেভা বিমানবন্দরে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে ঘিরে ধরেন আওয়ামী লীগের সমর্থকরা। ঘটনাস্থলে সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম জমাদার ও সাধারণ সম্পাদক শ্যামল খানও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আইএলওর গভর্নিং বডির বৈঠকে আইন উপদেষ্টা আসিফ নজরুল ছাড়াও শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ এবং প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী অংশগ্রহণ করেন।