
পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ এবং নদী ও জলাভূমি রক্ষায় এবার আরও কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। শিল্প কারখানায় ভূগর্ভস্থ পানি ব্যবহারের জন্য এখন থেকে মূল্য পরিশোধ করতে হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। গাজীপুরে শনিবার (২৪ মে) অনুষ্ঠিত নদী ও জলাভূমি সিম্পোজিয়াম ২০২৫-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে সৈয়দা রিজওয়ানা হাসান জানান, জলাধার ও নদী দূষণ নিয়ন্ত্রণ এবং শিল্প কারখানার ব্যবহৃত পানি পুনরায় ব্যবহার (রিইউজ) করতে বাধ্য করতেই এই নতুন ব্যবস্থা নেওয়া হচ্ছে।। নদী ও জলাভূমি রক্ষায় করণীয় নির্ধারণ এবং টেকসই বর্জ্য ব্যবস্থাপনার কৌশল নির্ধারণে এই সিম্পোজিয়াম আয়োজন করা হয়েছিল।
অনুষ্ঠানে রিজওয়ানা হাসান আরও জানান, গাজীপুরের গুরুত্বপূর্ণ গাছা খাল পুনরুদ্ধার করতে শীঘ্রই খনন কাজ শুরু হবে। এছাড়া, লবলং সাগর উদ্ধারের জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের প্রক্রিয়াও দ্রুত সম্পন্ন করা হবে।গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীনের সভাপতিত্বে আয়োজিত এই সিম্পোজিয়ামে পুলিশ সুপার সাদেক জাবেদসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ বক্তব্য রাখেন।