Dhaka 11:32 am, Wednesday, 19 March 2025

উপস্থাপকদের যে আবদার করলেন ‘তুফান’ নায়িকা

নিজে একসময় উপস্থাপক ছিলেন। অবশ্য এখন উপস্থাপনায় অনেকটাই অনিয়মিত মাসুমা রহমান নাবিলা। উপস্থাপনার সময়েই অভিনয় করেছিলেন ‘আয়নাবাজি’ চলচ্চিত্রে। তারপর গেল ঈদে মুক্তি পায় নাবিলা অভিনীত ‘তুফান’ সিনেমা।

সেখানে তাকে দেখা গেছে শাকিব খানের বিপরীতে। সেটি নিয়ে বেশ আলোচনাও হয়েছে। বলা যায়, শাকিবের সঙ্গে তার রসায়ন উপভোগ করেছেন দর্শক।

আরও পড়ুন: অভিষেক-আরাধ্যকে ছেড়ে নিউ ইয়র্কে গেলেন ঐশ্বরিয়া

তবে উপস্থাপনা থেকে নায়িকা বনে যাওয়া নাবিলা দেশের চলমান ছাত্র আন্দোলন নিয়ে বেশ সরব।

বিভিন্ন বিষয় নিয়ে মাঝেমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিচ্ছেন। যেমন আজ তার পুরনো পেশার সহকর্মী ও বন্ধুদের সতর্ক করে দিলেন একটি পোস্ট। সেখানে তিনি লিখেছেন, ‘একজন উপস্থাপক হিসেবে আর দর্শক হিসেবে আমার এই সময়ে যারা রেগুলার উপস্থাপক হিসেবে কাজ করছেন তাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকল। অনেকেই নানা ইনফরমেশন শোর উপস্থাপনা করে থাকেন এবং এ রকম সিচুয়েশনেও প্রতি সপ্তাহে শুট করতে হচ্ছে।

তারা যাতে এখনকার সময় আর সিচুয়েশন মাথায় রেখে তাদের মেকআপ ড্রেস আপ আর হাসিতে পরিমিত বোধ রাখেন। এটাই আবদার থাকল। আল্লাহ সহায় হোক।’

 

তার এমন পোস্টে অনেকেই মন্তব্য করেছেন। শুভ কামনাও জানিয়েছেন।

 

One thought on “উপস্থাপকদের যে আবদার করলেন ‘তুফান’ নায়িকা

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

উপস্থাপকদের যে আবদার করলেন ‘তুফান’ নায়িকা

Update Time : 12:11:43 pm, Saturday, 3 August 2024

নিজে একসময় উপস্থাপক ছিলেন। অবশ্য এখন উপস্থাপনায় অনেকটাই অনিয়মিত মাসুমা রহমান নাবিলা। উপস্থাপনার সময়েই অভিনয় করেছিলেন ‘আয়নাবাজি’ চলচ্চিত্রে। তারপর গেল ঈদে মুক্তি পায় নাবিলা অভিনীত ‘তুফান’ সিনেমা।

সেখানে তাকে দেখা গেছে শাকিব খানের বিপরীতে। সেটি নিয়ে বেশ আলোচনাও হয়েছে। বলা যায়, শাকিবের সঙ্গে তার রসায়ন উপভোগ করেছেন দর্শক।

আরও পড়ুন: অভিষেক-আরাধ্যকে ছেড়ে নিউ ইয়র্কে গেলেন ঐশ্বরিয়া

তবে উপস্থাপনা থেকে নায়িকা বনে যাওয়া নাবিলা দেশের চলমান ছাত্র আন্দোলন নিয়ে বেশ সরব।

বিভিন্ন বিষয় নিয়ে মাঝেমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিচ্ছেন। যেমন আজ তার পুরনো পেশার সহকর্মী ও বন্ধুদের সতর্ক করে দিলেন একটি পোস্ট। সেখানে তিনি লিখেছেন, ‘একজন উপস্থাপক হিসেবে আর দর্শক হিসেবে আমার এই সময়ে যারা রেগুলার উপস্থাপক হিসেবে কাজ করছেন তাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকল। অনেকেই নানা ইনফরমেশন শোর উপস্থাপনা করে থাকেন এবং এ রকম সিচুয়েশনেও প্রতি সপ্তাহে শুট করতে হচ্ছে।

তারা যাতে এখনকার সময় আর সিচুয়েশন মাথায় রেখে তাদের মেকআপ ড্রেস আপ আর হাসিতে পরিমিত বোধ রাখেন। এটাই আবদার থাকল। আল্লাহ সহায় হোক।’

 

তার এমন পোস্টে অনেকেই মন্তব্য করেছেন। শুভ কামনাও জানিয়েছেন।