
এবার ঈদে মুক্তি পেয়েছে শবনম বুবলী-সিয়াম আহমেদ অভিনীত সিনেমা ‘জংলি’। মুক্তির প্রথম দিন থেকে স্টার সিনেপ্লেক্সে এই সিনেমার সাতটি করে প্রদর্শনী ছিল। বর্তমানে সিনেমাটির ১৪টি করে প্রদর্শনী চলছে। এদিকে, ‘জংলি’ সিনেমার নায়িকা বুবলী ‘বরবাদ’কেও এগিয়ে রেখেছেন। শাকিবিয়ানদের প্রশংসা করেছেন তিনি। আর ‘বরবাদ’কে তুলনা করেছেন ঝড়ের সঙ্গে। বরবাদ নিয়ে জানতে চাইলে মজার ছলে বুবলী বলেন, আমি সবার আগে বলবো, ‘জংলি’ দেখো। তিনি বলেন, ‘বরবাদ’ হলো একটি ঝড়ের নাম। সে ঝড় বইছে।
আরও অনেকদিন যাবে। এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য খুবই ইতিবাচক। বরবাদে আছে আমাদের সবার প্রিয় মেগাস্টার শাকিব খান। যিনি দিনের পর দিন নিজেকে ভিন্নভাবে দর্শকদের সামনে উপস্থাপন করছেন। এখনো ‘বরবাদ’ দেখেননি জানিয়ে বুবলী বলেন, এখন তো পারিবারিক সময় যাচ্ছে, অর্থাৎ ‘জংলি’ নিয়ে সময় যাচ্ছে। ‘বরবাদ’ দেখবো অবশ্যই। আর বরবাদের গল্পটা তো আমি আগে থেকেই জানি। খুবই ভালো একটা গল্প। এটা যেহেতু বিগ বাজেটের সিনেমা, তাই আমাদের সকলের সাপোর্ট করা উচিত।