Dhaka 2:04 pm, Tuesday, 18 March 2025

সেই ‘প্রেমিক’কে নিয়ে খাসি জবাই দিলেন পরীমণি!

‘প্রেমিক’কে নিয়ে খাসি জবাই

বরাবরই আলোচনায় থাকেন ঢাকাই চিত্রনায়িকা পরীমণি। শুক্রবার মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় মারা যান তার প্রাক্তন তথা প্রথম স্বামী ইসমাইল হোসেন জমাদ্দার। এ ঘটনার পর আলোচনায় চলে আসে এই চিত্রনায়িকার অতীত ও তার ঘন ঘন সঙ্গী পাল্টানোর খবরও।

ঢালিউডের এই তারকার পেশাগত জীবন ছাপিয়ে বরাবরই ব্যক্তিজীবন সামনে চলে আসে। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, উদ্‌যাপন- সবকিছুতেই যেন পরীমণি আলোচনার একটি নাম। বছরখানিক ধরে দুই সন্তান পুণ্য ও প্রিয়মকে নিয়ে স্বামী ছাড়া জীবনযাপন করছেন পরীমণি। কোনো একটা জায়গায় পরীর শূন্যতা থাকলেও কখনও অতীতের কোনো ছাপ রাখতে চাননি পরীমণি। সব ভুলে নিজের মতো করে সামনের দিকে এগিয়ে যেতেই ব্যস্ত থেকেছেন নায়িকা।

তবে কাজের সূত্রে যতটা না আলোচিত, ব্যক্তিগত জীবন নিয়ে তার চেয়ে বেশি সমালোচিত এই নায়িকা। এইতো দিন কয়েক আগে অনুরাগীদের বোকা বানাতে এক মজার ফন্দি আঁটেন পরীমণি। তার টাইমলাইন থেকে প্রকাশ হওয়া একটি ভিডিও ক্লিপ দেখে রীতিমতো নড়েচড়ে বসে দর্শকরা। আলিঙ্গনরত এক দৃশ্য দেখিয়ে পরীমণি বোঝাতে চান যে নতুন করে প্রেমে পড়েছেন পরীমণি। আদতে সেটা ছিল ‘প্র্যাংক’। পরে সেই কথিত প্রেমিককেও দেখান পরীমণি। সেখানে সেই যুবককে বলতে শোনায়, ‘গুজবে কান দেবেন না।’ সেই পোস্টের ক্যাপশনে আবার পরীমণি লিখেছিলেন, ‘প্র্যাংকটা কি একটু বেশি হয়ে গেছিল?’ তখন ওই ভিডিওতে যেই যুবককে দেখা গিয়েছিল, তিনি একজন কোরিওগ্রাফার এবং একটি ফ্যাশন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী  ।

শনিবার সকালে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন পরীমণি। সেখানে দেখা যায়, একটা ছাগল (খাসি) জবাই দিয়ে উলটা করে ঝুলানো। অর্থাৎ মাংসের জন্য চামড়া ছাড়িয়ে নিচ্ছেন কসাইরা। ঠিক তার পাশেই দেখা গেল পরীর সঙ্গে প্র্যাংক এ অংশ নেওয়া সেই কোরিওগ্রাফার যুবক তথা কথিত ওই প্রেমিককে। সঙ্গে পরীমণিও ছিলেন। তবে কথা বলছিলেন, ক্যামেরার সামনে আসছিলেন না। সেখানে বিভিন্ন গল্পে আড্ডায় মেতে ওঠেন তারা।

 

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

সেই ‘প্রেমিক’কে নিয়ে খাসি জবাই দিলেন পরীমণি!

Update Time : 04:05:07 pm, Saturday, 23 November 2024

বরাবরই আলোচনায় থাকেন ঢাকাই চিত্রনায়িকা পরীমণি। শুক্রবার মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় মারা যান তার প্রাক্তন তথা প্রথম স্বামী ইসমাইল হোসেন জমাদ্দার। এ ঘটনার পর আলোচনায় চলে আসে এই চিত্রনায়িকার অতীত ও তার ঘন ঘন সঙ্গী পাল্টানোর খবরও।

ঢালিউডের এই তারকার পেশাগত জীবন ছাপিয়ে বরাবরই ব্যক্তিজীবন সামনে চলে আসে। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, উদ্‌যাপন- সবকিছুতেই যেন পরীমণি আলোচনার একটি নাম। বছরখানিক ধরে দুই সন্তান পুণ্য ও প্রিয়মকে নিয়ে স্বামী ছাড়া জীবনযাপন করছেন পরীমণি। কোনো একটা জায়গায় পরীর শূন্যতা থাকলেও কখনও অতীতের কোনো ছাপ রাখতে চাননি পরীমণি। সব ভুলে নিজের মতো করে সামনের দিকে এগিয়ে যেতেই ব্যস্ত থেকেছেন নায়িকা।

তবে কাজের সূত্রে যতটা না আলোচিত, ব্যক্তিগত জীবন নিয়ে তার চেয়ে বেশি সমালোচিত এই নায়িকা। এইতো দিন কয়েক আগে অনুরাগীদের বোকা বানাতে এক মজার ফন্দি আঁটেন পরীমণি। তার টাইমলাইন থেকে প্রকাশ হওয়া একটি ভিডিও ক্লিপ দেখে রীতিমতো নড়েচড়ে বসে দর্শকরা। আলিঙ্গনরত এক দৃশ্য দেখিয়ে পরীমণি বোঝাতে চান যে নতুন করে প্রেমে পড়েছেন পরীমণি। আদতে সেটা ছিল ‘প্র্যাংক’। পরে সেই কথিত প্রেমিককেও দেখান পরীমণি। সেখানে সেই যুবককে বলতে শোনায়, ‘গুজবে কান দেবেন না।’ সেই পোস্টের ক্যাপশনে আবার পরীমণি লিখেছিলেন, ‘প্র্যাংকটা কি একটু বেশি হয়ে গেছিল?’ তখন ওই ভিডিওতে যেই যুবককে দেখা গিয়েছিল, তিনি একজন কোরিওগ্রাফার এবং একটি ফ্যাশন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী  ।

শনিবার সকালে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন পরীমণি। সেখানে দেখা যায়, একটা ছাগল (খাসি) জবাই দিয়ে উলটা করে ঝুলানো। অর্থাৎ মাংসের জন্য চামড়া ছাড়িয়ে নিচ্ছেন কসাইরা। ঠিক তার পাশেই দেখা গেল পরীর সঙ্গে প্র্যাংক এ অংশ নেওয়া সেই কোরিওগ্রাফার যুবক তথা কথিত ওই প্রেমিককে। সঙ্গে পরীমণিও ছিলেন। তবে কথা বলছিলেন, ক্যামেরার সামনে আসছিলেন না। সেখানে বিভিন্ন গল্পে আড্ডায় মেতে ওঠেন তারা।