Dhaka 3:02 am, Tuesday, 25 March 2025

২৩ মার্চ জনসমক্ষে আসবেন পোপ ফ্রান্সিস

২৩ মার্চ জনসমক্ষে

শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে গত ১৪ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি হওয়ার পর প্রথমবারের মতো জনসম্মুখে আসছেন ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। রোববার (২৩ মার্চ) রোমের জেমেলি হাসপাতালের জানালা থেকে হাত নাড়িয়ে ভক্তদের আশীর্বাদ করবেন তিনি।আজ শনিবার (২২ মার্চ) বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ খবর প্রকাশিত হয়েছে।

ভ্যাটিকান জানিয়েছে, ‘অ্যাঞ্জেলাসের প্রার্থনার পর রোমের অ্যাগোস্টিনো জেমেলি হাসপাতাল থেকে হাত নাড়িয়ে আশীর্বাদ করার ইচ্ছা পোষণ করেছেন পোপ ফ্রান্সিস।’ হাসপাতালে ভর্তি হওয়া ৮৮ বছর বয়সী পোপ উভয় ফুসফুসে নিউমোনিয়ায় ভুগছেন। পোপ অক্সিজেন মাস্ক ব্যবহার বন্ধ করে দিয়েছেন। এর আগে, ধারাবাহিক শ্বাসকষ্টের পর তার শ্বাস-প্রশ্বাসের উন্নতি হয়েছে।

২০১৩ সালের মার্চ মাসে নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো টানা পাঁচ সপ্তাহ ধরে অ্যাঞ্জেলাসের প্রার্থনায় অনুপস্থিত রয়েছেন পোপ। স্থানীয় সময় প্রতি রোববার দুপুরে পোপ সাধারণত অ্যাঞ্জেলাসের প্রার্থনা পাঠ করেন।গত সোমবার ভ্যাটিকান ফ্রান্সিসের বিপদ কেটে যাওয়ার ইঙ্গিত দিয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পোপের স্বাস্থ্য নিয়ে ভ্যাটিকান নিয়মিত বুলেটিন প্রকাশ করে আসছে।

তরুণ বয়সে ফ্রান্সিসের ফুসফুস সংক্রমিত হলে এর একটি অংশ অপসারণ করা হয়। এ কারণে তার নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়।পোপের অসুস্থতা ও হাসপাতালে দীর্ঘসময় কাটানো নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে যে, খ্রিষ্টীয় ক্যালেন্ডারের সবচেয়ে পবিত্র সময় ইস্টারের আগে ধর্মীয় অনুষ্ঠানের ব্যস্ত সময়সূচিকে পরিচালনা করবেন।

বিশ্বব্যাপী ক্যাথলিক এবং অন্যান্যরা তার দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছেন। অনেকেই জেমেলি হাসপাতালের বাইরে ফ্রান্সিসের জন্য ফুল, মোমবাতি ও নোট রেখে গেছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট সংবাদ
বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

২৩ মার্চ জনসমক্ষে আসবেন পোপ ফ্রান্সিস

Update Time : 12:33:42 pm, Sunday, 23 March 2025

শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে গত ১৪ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি হওয়ার পর প্রথমবারের মতো জনসম্মুখে আসছেন ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। রোববার (২৩ মার্চ) রোমের জেমেলি হাসপাতালের জানালা থেকে হাত নাড়িয়ে ভক্তদের আশীর্বাদ করবেন তিনি।আজ শনিবার (২২ মার্চ) বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ খবর প্রকাশিত হয়েছে।

ভ্যাটিকান জানিয়েছে, ‘অ্যাঞ্জেলাসের প্রার্থনার পর রোমের অ্যাগোস্টিনো জেমেলি হাসপাতাল থেকে হাত নাড়িয়ে আশীর্বাদ করার ইচ্ছা পোষণ করেছেন পোপ ফ্রান্সিস।’ হাসপাতালে ভর্তি হওয়া ৮৮ বছর বয়সী পোপ উভয় ফুসফুসে নিউমোনিয়ায় ভুগছেন। পোপ অক্সিজেন মাস্ক ব্যবহার বন্ধ করে দিয়েছেন। এর আগে, ধারাবাহিক শ্বাসকষ্টের পর তার শ্বাস-প্রশ্বাসের উন্নতি হয়েছে।

২০১৩ সালের মার্চ মাসে নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো টানা পাঁচ সপ্তাহ ধরে অ্যাঞ্জেলাসের প্রার্থনায় অনুপস্থিত রয়েছেন পোপ। স্থানীয় সময় প্রতি রোববার দুপুরে পোপ সাধারণত অ্যাঞ্জেলাসের প্রার্থনা পাঠ করেন।গত সোমবার ভ্যাটিকান ফ্রান্সিসের বিপদ কেটে যাওয়ার ইঙ্গিত দিয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পোপের স্বাস্থ্য নিয়ে ভ্যাটিকান নিয়মিত বুলেটিন প্রকাশ করে আসছে।

তরুণ বয়সে ফ্রান্সিসের ফুসফুস সংক্রমিত হলে এর একটি অংশ অপসারণ করা হয়। এ কারণে তার নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়।পোপের অসুস্থতা ও হাসপাতালে দীর্ঘসময় কাটানো নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে যে, খ্রিষ্টীয় ক্যালেন্ডারের সবচেয়ে পবিত্র সময় ইস্টারের আগে ধর্মীয় অনুষ্ঠানের ব্যস্ত সময়সূচিকে পরিচালনা করবেন।

বিশ্বব্যাপী ক্যাথলিক এবং অন্যান্যরা তার দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছেন। অনেকেই জেমেলি হাসপাতালের বাইরে ফ্রান্সিসের জন্য ফুল, মোমবাতি ও নোট রেখে গেছেন।