
বিট পুলিশিং সফল করি, অপরাধ মুক্ত সমাজ গড়ি – এই প্রতিপাদ্যকে সামনে রেখে নালিতাবাড়ীতে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি, চুরি-ডাকাতি-ছিনতাই, জুয়া বাল্য-বিবাহ, ইভটিজিং, কিশোরগ্যাং-সহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণকল্পে নালিতাবাড়ী থানা পুলিশের উদ্যোগে সচেতনতামূলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় নালিতাবাড়ী ৪ নং নয়াবিল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব শাহ শিবলী সাদিক। সভার শুরুতে অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় পুলিশি সেবার মান ও থানা এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে উপস্থিত সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহিত উন্মুক্ত আলোচনায় অংশ নেন।
উম্মুক্ত আলোচনায় উঠে আসা বিভিন্ন বিষয় দ্রুত সময়ের মধ্যেই বাস্তবায়ন অঙ্গীকার ব্যক্ত করে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশি কার্যক্রমে স্ব স্ব অবস্থান থেকে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। সভায় নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ জনাব মো: সোহেল রানা এর সভাপতিত্বে সুধীজন, স্থানীয় জনসাধারণ, বিভিন্ন স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, মসজিদের ইমাম, সনাতন ধর্মাবলম্বী, স্থানীয় ব্যবসায়ী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।