Dhaka 8:49 pm, Thursday, 8 May 2025

ভারত-পাকিস্তান উত্তেজনা: রাজস্থান-পাঞ্জাবে পুলিশের সব ছুটি বাতিল

রাজস্থান-পাঞ্জাবে পুলিশের সব ছুটি বাতিল

ভারত-পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার পর সীমান্তবর্তী রাজ্য রাজস্থান ও পাঞ্জাবে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে ভারত। দুটি রাজ্যেই পুলিশের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে এবং জনসমাবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে এনডিটিভি।

সীমান্তবর্তী রাজ্য রাজস্থানের ১,০৩৭ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিএসএফকে (বর্ডার সিকিউরিটি ফোর্স) ‘সন্দেহজনক কিছু দেখলেই গুলি করার’ নির্দেশ দেওয়া হয়েছে। বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে জোধপুর, কিশনগড় ও বিকানেরে। আকাশপথে সুখোই-৩০ এমকেআই যুদ্ধবিমানগুলো টহল দিচ্ছে, চালু হয়েছে মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থাও।

রাজ্যের বিকানের, শ্রীগঙ্গানগর, জয়সালমের ও বারমের জেলায় স্কুল বন্ধ এবং চলমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। সীমান্তবর্তী গ্রামগুলোতে জারি করা হয়েছে ব্ল্যাকআউট এবং সতর্ক অবস্থানে রয়েছে উদ্ধারকারী দল।

পাঞ্জাবেও একই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ সদস্যদের ছুটি বাতিল এবং জনসমাগমে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মুখ্যমন্ত্রী ভগবন্ত মান সব সরকারি কর্মসূচি স্থগিত করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

ভারত-পাকিস্তান উত্তেজনা: রাজস্থান-পাঞ্জাবে পুলিশের সব ছুটি বাতিল

Update Time : 03:38:25 pm, Thursday, 8 May 2025

ভারত-পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার পর সীমান্তবর্তী রাজ্য রাজস্থান ও পাঞ্জাবে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে ভারত। দুটি রাজ্যেই পুলিশের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে এবং জনসমাবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে এনডিটিভি।

সীমান্তবর্তী রাজ্য রাজস্থানের ১,০৩৭ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিএসএফকে (বর্ডার সিকিউরিটি ফোর্স) ‘সন্দেহজনক কিছু দেখলেই গুলি করার’ নির্দেশ দেওয়া হয়েছে। বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে জোধপুর, কিশনগড় ও বিকানেরে। আকাশপথে সুখোই-৩০ এমকেআই যুদ্ধবিমানগুলো টহল দিচ্ছে, চালু হয়েছে মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থাও।

রাজ্যের বিকানের, শ্রীগঙ্গানগর, জয়সালমের ও বারমের জেলায় স্কুল বন্ধ এবং চলমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। সীমান্তবর্তী গ্রামগুলোতে জারি করা হয়েছে ব্ল্যাকআউট এবং সতর্ক অবস্থানে রয়েছে উদ্ধারকারী দল।

পাঞ্জাবেও একই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ সদস্যদের ছুটি বাতিল এবং জনসমাগমে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মুখ্যমন্ত্রী ভগবন্ত মান সব সরকারি কর্মসূচি স্থগিত করেছেন।