Dhaka 6:59 pm, Wednesday, 19 March 2025

ভোলায় অস্ত্র-মাদকসহ জলদস্যু আটক

অস্ত্র-মাদকসহ জলদস্যু আটক

ভোলার তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে জলদস্যু শাহিন বাহিনীর পাঁচ সদস্যকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, মাদক ও তিনটি ট্রলার জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৮ মার্চ) মধ্যরাতে সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের তেঁতুলিয়া নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে জলদস্যু শাহিন বাহিনীর পাঁচ সদস্যকে হাতেনাতে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, মো. মামুন মোল্লা, আনোয়ার হাওলাদার, মো. জুয়েল শেখ, পান্নু মোল্লা, নাজমুল হাওলাদার। তাদের সবার বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নে।কোস্টগার্ড জানায়, অভিযানে ধৃত জলদস্যুদের কাছ থেকে ৪টি দেশীয় অস্ত্র, ১০ গ্রাম গাঁজা ও ৩টি ট্রলার জব্দ করা হয়েছে।
 
বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন্স) লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ বলেন, ‘আটকরা দীর্ঘদিন ধরে তেঁতুলিয়া নদীতে জেলে ট্রলার ডাকাতির সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হবে।’ আইনি প্রক্রিয়া শেষে জলদস্যুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

ভোলায় অস্ত্র-মাদকসহ জলদস্যু আটক

Update Time : 02:08:31 pm, Wednesday, 19 March 2025

ভোলার তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে জলদস্যু শাহিন বাহিনীর পাঁচ সদস্যকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, মাদক ও তিনটি ট্রলার জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৮ মার্চ) মধ্যরাতে সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের তেঁতুলিয়া নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে জলদস্যু শাহিন বাহিনীর পাঁচ সদস্যকে হাতেনাতে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, মো. মামুন মোল্লা, আনোয়ার হাওলাদার, মো. জুয়েল শেখ, পান্নু মোল্লা, নাজমুল হাওলাদার। তাদের সবার বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নে।কোস্টগার্ড জানায়, অভিযানে ধৃত জলদস্যুদের কাছ থেকে ৪টি দেশীয় অস্ত্র, ১০ গ্রাম গাঁজা ও ৩টি ট্রলার জব্দ করা হয়েছে।
 
বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন্স) লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ বলেন, ‘আটকরা দীর্ঘদিন ধরে তেঁতুলিয়া নদীতে জেলে ট্রলার ডাকাতির সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হবে।’ আইনি প্রক্রিয়া শেষে জলদস্যুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।