Dhaka 4:40 am, Saturday, 15 March 2025

অবশেষে ‘গোপন বিয়ে’র ছবি প্রকাশ্যে

‘গোপন বিয়ে’র ছবি প্রকাশ্যে

১২ বছর আগে গোপনে বিয়ে করেন সে সময়ের জনপ্রিয় দুই তারকা আদনান ফারুক হিল্লোল ও নওশীন নাহরীন মৌ। বিয়ের পর দুজনে সংসারজীবন শুরু করলেও শুরুতে বিয়ের কথা স্বীকার করেননি। একটা সময় পর স্বীকার করলেও বিয়ের দিনের কোনো স্থিরচিত্র তাঁরা গণমাধ্যমে প্রকাশ করেননি। টেলিভিশন নাটকের একসময়ের জনপ্রিয় এই দুই তারকা এখন স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে থাকেন। তাঁদের সংসারে একটি কন্যাসন্তান রয়েছে। গতকাল ১ মার্চ ছিল এই দুই তারকার বিবাহবার্ষিকী। এ দিনে হিল্লোল প্রকাশ করেছেন তাঁদের বিয়ের দিনে তোলা সেই স্থিরচিত্র। অপ্রকাশিত সেই স্থিরচিত্র প্রকাশের পর তাঁদের ভক্তরাও অভিনন্দন জানিয়েছেন হিল্লোল ও নওশীনকে।

বিয়ের দিনে তোলা স্থিরচিত্র প্রকাশ করেন হিল্লোল তাঁর ফেসবুকে লিখেছেন,‘মৌ, ১২তম বিয়েবার্ষিকীর শুভেচ্ছা। আমাদের বিয়ের দিনের ছবি কোনো দিন শেয়ার করা হয়নি। সত‍্যি কথা বলি, অফিশিয়াল ১২ বছর কোন দিকে চলে গেল, টেরই পেলাম না। সুস্থ থাকো, সুন্দর থাকো আর এ রকমই ছায়া হয়ে, আমার শক্তি হয়ে পাশে থাকো বাকিটা জীবন।’

একই দিনে অনেক পুরোনো একটি স্থিরচিত্র প্রকাশ করে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন নওশীন। তিনি স্থিরচিত্রটি পোস্ট করে লিখেছেন, ‘একসঙ্গে আমাদের যত ছবিই থাকুক না কেন, কোনো না কোনো কারণে এটিই আমার কাছে সবচেয়ে মূল্যবান এবং সবচেয়ে প্রিয়। ১২তম বিয়েবার্ষিকীর শুভেচ্ছা, আমার স্বামী। এই দিনে আমার কাছে না থেকে তুমি আবারও প্রমাণ করে দিলে যে আমি সঠিক ছিলাম। তুমি সাধারণ কোনো মানুষ নও যে বিশেষ দিনগুলো মনে রাখো। এমনকি তোমার যে এই অন্য রকম ব্যক্তিত্ব, তা আমার খুবই প্রিয়। তোমার অসাধারণ সুন্দর মনের জন্য কৃতজ্ঞতা, যেটাকে আমার বাড়ি মনে করি, আমার শান্তিও।’

অভিনেতা আদনান ফারুক হিল্লোল এবং উপস্থাপিকা-অভিনেত্রী নওশীন নাহরীন মৌয়ের বিয়ের এক যুগ পূর্ণ হয়েছে গতকাল। ২০১৩ সালের ১ মার্চ তাঁরা ভালোবেসে বিয়ে করেছিলেন। বর্তমানে দুজনই সুখের সংসার পেতেছেন যুক্তরাষ্ট্রে। গত ১৩ জুলাই নওশীনের কোলজুড়ে তাঁদের সংসারের প্রথম সন্তান মাহভিশার জন্ম হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

অবশেষে ‘গোপন বিয়ে’র ছবি প্রকাশ্যে

Update Time : 04:07:08 pm, Sunday, 2 March 2025

১২ বছর আগে গোপনে বিয়ে করেন সে সময়ের জনপ্রিয় দুই তারকা আদনান ফারুক হিল্লোল ও নওশীন নাহরীন মৌ। বিয়ের পর দুজনে সংসারজীবন শুরু করলেও শুরুতে বিয়ের কথা স্বীকার করেননি। একটা সময় পর স্বীকার করলেও বিয়ের দিনের কোনো স্থিরচিত্র তাঁরা গণমাধ্যমে প্রকাশ করেননি। টেলিভিশন নাটকের একসময়ের জনপ্রিয় এই দুই তারকা এখন স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে থাকেন। তাঁদের সংসারে একটি কন্যাসন্তান রয়েছে। গতকাল ১ মার্চ ছিল এই দুই তারকার বিবাহবার্ষিকী। এ দিনে হিল্লোল প্রকাশ করেছেন তাঁদের বিয়ের দিনে তোলা সেই স্থিরচিত্র। অপ্রকাশিত সেই স্থিরচিত্র প্রকাশের পর তাঁদের ভক্তরাও অভিনন্দন জানিয়েছেন হিল্লোল ও নওশীনকে।

বিয়ের দিনে তোলা স্থিরচিত্র প্রকাশ করেন হিল্লোল তাঁর ফেসবুকে লিখেছেন,‘মৌ, ১২তম বিয়েবার্ষিকীর শুভেচ্ছা। আমাদের বিয়ের দিনের ছবি কোনো দিন শেয়ার করা হয়নি। সত‍্যি কথা বলি, অফিশিয়াল ১২ বছর কোন দিকে চলে গেল, টেরই পেলাম না। সুস্থ থাকো, সুন্দর থাকো আর এ রকমই ছায়া হয়ে, আমার শক্তি হয়ে পাশে থাকো বাকিটা জীবন।’

একই দিনে অনেক পুরোনো একটি স্থিরচিত্র প্রকাশ করে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন নওশীন। তিনি স্থিরচিত্রটি পোস্ট করে লিখেছেন, ‘একসঙ্গে আমাদের যত ছবিই থাকুক না কেন, কোনো না কোনো কারণে এটিই আমার কাছে সবচেয়ে মূল্যবান এবং সবচেয়ে প্রিয়। ১২তম বিয়েবার্ষিকীর শুভেচ্ছা, আমার স্বামী। এই দিনে আমার কাছে না থেকে তুমি আবারও প্রমাণ করে দিলে যে আমি সঠিক ছিলাম। তুমি সাধারণ কোনো মানুষ নও যে বিশেষ দিনগুলো মনে রাখো। এমনকি তোমার যে এই অন্য রকম ব্যক্তিত্ব, তা আমার খুবই প্রিয়। তোমার অসাধারণ সুন্দর মনের জন্য কৃতজ্ঞতা, যেটাকে আমার বাড়ি মনে করি, আমার শান্তিও।’

অভিনেতা আদনান ফারুক হিল্লোল এবং উপস্থাপিকা-অভিনেত্রী নওশীন নাহরীন মৌয়ের বিয়ের এক যুগ পূর্ণ হয়েছে গতকাল। ২০১৩ সালের ১ মার্চ তাঁরা ভালোবেসে বিয়ে করেছিলেন। বর্তমানে দুজনই সুখের সংসার পেতেছেন যুক্তরাষ্ট্রে। গত ১৩ জুলাই নওশীনের কোলজুড়ে তাঁদের সংসারের প্রথম সন্তান মাহভিশার জন্ম হয়।