Dhaka 7:20 pm, Saturday, 15 March 2025

ফোন কনসেপ্ট, বদলানো যাবে ক্যামেরার লেন্স

আইকনিক আইপিএ-গুলোর সঙ্গে কাজ ।

ভবিষ্যতে আইকনিক আইপিএ-গুলোর সঙ্গে কাজ করে ইন্ডাস্ট্রির অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গেও সম্পর্ক তৈরিতে কাজ করবে রিয়েলমি। এটি অন্তত একটি আইপি এর সঙ্গে কাজ করতে চায়, যেটি তরুণদের ভাবনাকে গভীরভাবে মূল্যায়ন ও তাদের অনুপ্রাণিত করে।

‘এমডব্লিউসি ২০২৫’ সম্মেলনে ‘আল্ট্রা’ ফোনের কনসেপ্ট ঘোষণা করেছে প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি।  এই অভিনব ও যুগান্তকারী স্মার্টফোনে থাকবে- ‘প্রোপাইটরি লেন্স মাউন্ট সিস্টেম’ এর সঙ্গে যুক্ত ১-ইঞ্চি কাস্টমাইজড সনি সেন্সর। যেটি ব্যবহারকারীদের সরাসরি ডিএসএলআর লেন্সের সঙ্গে স্মার্টফোন যুক্ত করার সুযোগ করে দেবে।এতে থাকবে- ৭৩এমএম পোট্রের্ট এবং ২৩৪এমএম টেলিফটো, এ দুটি প্রো-লেভেল লেন্সেস।  এছাড়া রিয়েলমি ‘এমডব্লিউসি ২০২৫’ সম্মেলনে তিন বছরের কৌশল পরিকল্পনাও প্রকাশ করেছেন। ‘মিড থেকে হাইএন্ড’মার্কেটে গুরুত্ব দিয়ে কোম্পানিটি বৈশ্বিক ব্যবহারকারীর সংখ্যা দ্বিগণ করার কথা ভাবছে। এছাড়া- এমডব্লিউসি ২০২৫ সম্মেলনে রিয়েলমি ৩টি সিগনেচার প্রোডাক্ট এর গ্লোবাল পজিশনিং ঘোষণা করেছে। তরুণদের মাঝে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই জনপ্রিয় করে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করা রিয়েলমি- স্মার্টফোনগুলোতে এআই এর ব্যবহার আরো উপযোগী করার মাধ্যমে পরবর্তী প্রজন্মকে সীমাহীন কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বার উন্মুক্ত করে দিয়েছে। এছাড়া- ব্র্যান্ডটি জিটি সিরিজ, নাম্বার সিরিজ সি সিরিজ এবং অন্যান্য ব্যবহারকারীদের সেরা চিপসেট ও ব্যাটারির অভিজ্ঞতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।২০২৫ সালে রিয়েলমি, শীর্ষস্থানীয় বিনোদন এবং লাক্সারি আইপির সঙ্গে অংশীদারিত্বপূর্ণ সম্পর্ক করতে ইচ্ছুক, যার মাধ্যমে সৃজনশীল ভাবনার প্রকাশ ঘটিয়ে ইন্ড্রাস্ট্রিতে নতুন মানদণ্ড তৈরি করা সম্ভব হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

ফোন কনসেপ্ট, বদলানো যাবে ক্যামেরার লেন্স

Update Time : 10:53:16 am, Wednesday, 5 March 2025

ভবিষ্যতে আইকনিক আইপিএ-গুলোর সঙ্গে কাজ করে ইন্ডাস্ট্রির অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গেও সম্পর্ক তৈরিতে কাজ করবে রিয়েলমি। এটি অন্তত একটি আইপি এর সঙ্গে কাজ করতে চায়, যেটি তরুণদের ভাবনাকে গভীরভাবে মূল্যায়ন ও তাদের অনুপ্রাণিত করে।

‘এমডব্লিউসি ২০২৫’ সম্মেলনে ‘আল্ট্রা’ ফোনের কনসেপ্ট ঘোষণা করেছে প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি।  এই অভিনব ও যুগান্তকারী স্মার্টফোনে থাকবে- ‘প্রোপাইটরি লেন্স মাউন্ট সিস্টেম’ এর সঙ্গে যুক্ত ১-ইঞ্চি কাস্টমাইজড সনি সেন্সর। যেটি ব্যবহারকারীদের সরাসরি ডিএসএলআর লেন্সের সঙ্গে স্মার্টফোন যুক্ত করার সুযোগ করে দেবে।এতে থাকবে- ৭৩এমএম পোট্রের্ট এবং ২৩৪এমএম টেলিফটো, এ দুটি প্রো-লেভেল লেন্সেস।  এছাড়া রিয়েলমি ‘এমডব্লিউসি ২০২৫’ সম্মেলনে তিন বছরের কৌশল পরিকল্পনাও প্রকাশ করেছেন। ‘মিড থেকে হাইএন্ড’মার্কেটে গুরুত্ব দিয়ে কোম্পানিটি বৈশ্বিক ব্যবহারকারীর সংখ্যা দ্বিগণ করার কথা ভাবছে। এছাড়া- এমডব্লিউসি ২০২৫ সম্মেলনে রিয়েলমি ৩টি সিগনেচার প্রোডাক্ট এর গ্লোবাল পজিশনিং ঘোষণা করেছে। তরুণদের মাঝে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই জনপ্রিয় করে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করা রিয়েলমি- স্মার্টফোনগুলোতে এআই এর ব্যবহার আরো উপযোগী করার মাধ্যমে পরবর্তী প্রজন্মকে সীমাহীন কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বার উন্মুক্ত করে দিয়েছে। এছাড়া- ব্র্যান্ডটি জিটি সিরিজ, নাম্বার সিরিজ সি সিরিজ এবং অন্যান্য ব্যবহারকারীদের সেরা চিপসেট ও ব্যাটারির অভিজ্ঞতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।২০২৫ সালে রিয়েলমি, শীর্ষস্থানীয় বিনোদন এবং লাক্সারি আইপির সঙ্গে অংশীদারিত্বপূর্ণ সম্পর্ক করতে ইচ্ছুক, যার মাধ্যমে সৃজনশীল ভাবনার প্রকাশ ঘটিয়ে ইন্ড্রাস্ট্রিতে নতুন মানদণ্ড তৈরি করা সম্ভব হবে।