Dhaka 12:15 am, Saturday, 10 May 2025

পারমিট ছাড়া হজ পালন না করার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের

পারমিট ছাড়া হজ পালন না করার অনুরোধ

হজ পারমিট ছাড়া হজ পালনে বিরত থাকতে বাংলাদেশি নাগরিকদের প্রতি অনুরোধ জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। সৌদি সরকারের জারি করা কঠোর বিধিনিষেধ অনুসরণ এবং সুষ্ঠু হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, চলতি হজ মৌসুমে কেউ যেন ভিজিট ভিসায় মক্কা বা পবিত্র স্থানগুলোতে না যায়। হজ পারমিটবিহীন কাউকে সহায়তা করাও আইন লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। এ ধরনের সহায়তায় জড়িতদের বিরুদ্ধে সৌদি সরকার সর্বোচ্চ ১ লাখ রিয়াল পর্যন্ত জরিমানাসহ যানবাহন বাজেয়াপ্তের বিধান রেখেছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ১০ জুন পর্যন্ত (জিলহজ ১৪) মক্কা ও আশপাশের এলাকায় প্রবেশের জন্য বৈধ হজ পারমিট, ইকামা ও অনুমতিপত্র আবশ্যক। নিয়ম লঙ্ঘনকারীদের ২০ হাজার রিয়াল জরিমানার পাশাপাশি বিদেশিদের ক্ষেত্রে বহিষ্কার ও ১০ বছরের নিষেধাজ্ঞা কার্যকর হবে।

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, “সৌদি সরকারের নিয়ম মেনে হজে অংশ নেওয়া সবার দায়িত্ব। বাংলাদেশ-সৌদি বন্ধুত্ব, শ্রমবাজার ও রেমিট্যান্সের স্বার্থে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

ধর্ম সচিব এ কে এম আফতাব হোসেন প্রামানিক বলেন, “হজ একটি আন্তর্জাতিক টিমওয়ার্ক। নিয়ম-কানুন মেনে চললেই সফল হজ ব্যবস্থাপনা সম্ভব। ২০২৫ সালে সফল হজ আয়োজনের লক্ষ্যে সবাইকে সচেতন থাকতে হবে।”

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

পারমিট ছাড়া হজ পালন না করার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের

Update Time : 11:58:19 am, Friday, 2 May 2025

হজ পারমিট ছাড়া হজ পালনে বিরত থাকতে বাংলাদেশি নাগরিকদের প্রতি অনুরোধ জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। সৌদি সরকারের জারি করা কঠোর বিধিনিষেধ অনুসরণ এবং সুষ্ঠু হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, চলতি হজ মৌসুমে কেউ যেন ভিজিট ভিসায় মক্কা বা পবিত্র স্থানগুলোতে না যায়। হজ পারমিটবিহীন কাউকে সহায়তা করাও আইন লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। এ ধরনের সহায়তায় জড়িতদের বিরুদ্ধে সৌদি সরকার সর্বোচ্চ ১ লাখ রিয়াল পর্যন্ত জরিমানাসহ যানবাহন বাজেয়াপ্তের বিধান রেখেছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ১০ জুন পর্যন্ত (জিলহজ ১৪) মক্কা ও আশপাশের এলাকায় প্রবেশের জন্য বৈধ হজ পারমিট, ইকামা ও অনুমতিপত্র আবশ্যক। নিয়ম লঙ্ঘনকারীদের ২০ হাজার রিয়াল জরিমানার পাশাপাশি বিদেশিদের ক্ষেত্রে বহিষ্কার ও ১০ বছরের নিষেধাজ্ঞা কার্যকর হবে।

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, “সৌদি সরকারের নিয়ম মেনে হজে অংশ নেওয়া সবার দায়িত্ব। বাংলাদেশ-সৌদি বন্ধুত্ব, শ্রমবাজার ও রেমিট্যান্সের স্বার্থে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

ধর্ম সচিব এ কে এম আফতাব হোসেন প্রামানিক বলেন, “হজ একটি আন্তর্জাতিক টিমওয়ার্ক। নিয়ম-কানুন মেনে চললেই সফল হজ ব্যবস্থাপনা সম্ভব। ২০২৫ সালে সফল হজ আয়োজনের লক্ষ্যে সবাইকে সচেতন থাকতে হবে।”