
হজ পারমিট ছাড়া হজ পালনে বিরত থাকতে বাংলাদেশি নাগরিকদের প্রতি অনুরোধ জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। সৌদি সরকারের জারি করা কঠোর বিধিনিষেধ অনুসরণ এবং সুষ্ঠু হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, চলতি হজ মৌসুমে কেউ যেন ভিজিট ভিসায় মক্কা বা পবিত্র স্থানগুলোতে না যায়। হজ পারমিটবিহীন কাউকে সহায়তা করাও আইন লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। এ ধরনের সহায়তায় জড়িতদের বিরুদ্ধে সৌদি সরকার সর্বোচ্চ ১ লাখ রিয়াল পর্যন্ত জরিমানাসহ যানবাহন বাজেয়াপ্তের বিধান রেখেছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ১০ জুন পর্যন্ত (জিলহজ ১৪) মক্কা ও আশপাশের এলাকায় প্রবেশের জন্য বৈধ হজ পারমিট, ইকামা ও অনুমতিপত্র আবশ্যক। নিয়ম লঙ্ঘনকারীদের ২০ হাজার রিয়াল জরিমানার পাশাপাশি বিদেশিদের ক্ষেত্রে বহিষ্কার ও ১০ বছরের নিষেধাজ্ঞা কার্যকর হবে।
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, “সৌদি সরকারের নিয়ম মেনে হজে অংশ নেওয়া সবার দায়িত্ব। বাংলাদেশ-সৌদি বন্ধুত্ব, শ্রমবাজার ও রেমিট্যান্সের স্বার্থে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
ধর্ম সচিব এ কে এম আফতাব হোসেন প্রামানিক বলেন, “হজ একটি আন্তর্জাতিক টিমওয়ার্ক। নিয়ম-কানুন মেনে চললেই সফল হজ ব্যবস্থাপনা সম্ভব। ২০২৫ সালে সফল হজ আয়োজনের লক্ষ্যে সবাইকে সচেতন থাকতে হবে।”